শিরোনাম

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক 

ইমরুল কায়েশ, (যশোর) : ভারতে পাচার কালে যশোর সীমান্ত থেকে  ৫টি স্বর্ণের বারসহ রুবেল (৩৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। 

বুধবার(২১ আগস্ট) যশোর শহরতলীর মুড়লী মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল কুমিল্লার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে  মুড়লী বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়।এসময় একটি যাত্রীবাহী বাস থেকে রুবেলকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষ কায়দার লুকানো অবস্থায় ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৫৮৫ গ্রাম। যার বাজার মূল্য ৮৬ লাখ  ৬ হাজার ৫২০ টাকা।

তিনি আরো জানান, রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে। এবং বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। আটক রুবেলের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়