শিরোনাম
◈ ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল ◈ সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন ◈ ছে‌লে‌দের স‌ঙ্গে খে‌লে হার‌লো মে‌য়েরা ◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’ ◈ আগস্টের পর থেকে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ পরিচালনা হচ্ছে: ফরহাদ মজহার ◈ নতুন অভিবাসন নীতি: আমেরিকা-বিরোধী মানসিকতা প্রমাণ হলে ভিসা বাতিল ◈ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ ◈ পাঁচ দিন সাগরে ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন জেলে মোরশেদ ◈ চরভদ্রাসনে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং, মানুষের মাঝে স্বস্তি ◈ ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৫:০৯ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ১০:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার শিল্পনগরী বিসিকের বেহাল দশা

ফরহাদ হোসেন, ভোলা: ভোলায় ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প নগরী (বিসিক)। এখানে বড় কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকলেও ক্ষুদ্র উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। খানা-খন্দে ভরা সড়ক, ভারী যানবাহনের চাপ ও নিরাপত্তাহীনতা তাদের ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

পৌর চরনোয়াবাদ এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীর অভ্যন্তরীণ সড়কগুলো অনেক দিন ধরেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উদ্যোক্তাদের অভিযোগ, খাদ্য গুদামের ২৫-৩০ টন ওজনের ট্রাক ও ট্রলির চলাচলেই এ সড়কের বেহাল দশা। যদিও দুই বছর আগে সড়কগুলো সংস্কার করা হয়েছিল, তবুও ভারী যান চলাচলের কারণে দ্রুত ভেঙে গেছে।

খাদ্য গুদাম কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন জায়গা থেকে আসা চাল-গমবাহী জাহাজগুলো আনলোড করার জন্য তাদের নিজস্ব জেটি না থাকায় বিসিকের অভ্যন্তরীণ জেটি ব্যবহার করতে হচ্ছে। তবে শিগগিরই বিকল্প জেটি নির্মাণ করা হবে।

অন্যদিকে, উদ্যোক্তাদের অভিযোগ—শিল্পনগরীর জন্য অনুমোদিত ৬-৭ টন ওজনের গাড়ির পরিবর্তে খাদ্য গুদামের ২০-২৫ টনের ট্রাক চলাচল করছে, ফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে।
ক্ষুদ্র উদ্যোক্তা মো. সিহাব বলেন, “ভারী ট্রাকের কারণে সড়কে বড় বড় গর্ত হয়েছে। এখন ছোট গাড়িও প্রবেশ করতে পারছে না। এতে পণ্য ওঠানামায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।”

উদ্যোক্তা মোহাম্মদ আলী জানান, “ব্যবসার অবস্থা এমনিতেই খারাপ। রাস্তার বেহাল দশায় পণ্য আনা-নেওয়া সম্ভব হচ্ছে না, আমরা লোকসানে পড়েছি। এছাড়া বাইরের লোকজনও নির্বিঘ্নে প্রবেশ করছে, এতে নিরাপত্তাহীনতা বাড়ছে।”

বিসিক শিল্পনগরীর উপ-ব্যবস্থাপক এসএম সোহাগ হোসেন বলেন, “এই রাস্তা ৬-৭ টনের যানবাহনের জন্য নির্মাণ করা হয়েছিল। কিন্তু খাদ্য গুদামের ২৫-৩০ টনের ট্রাক চলাচলের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করা হয়েছে।”

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. এহসানুল হক জানান, “বিকল্প জেটি নির্মাণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে ২-৩টি স্থান নির্ধারণ করা হয়েছে। অনাপত্তিপত্র মিললেই দ্রুত জেটি নির্মাণ শুরু হবে।”

সচেতন মহলের দাবি, দ্রুত ভারী যানবাহন বিসিক এলাকা থেকে সরিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের নির্বিঘ্ন ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে হবে। তা না হলে ভোলার শিল্প ও অর্থনীতি হুমকির মুখে পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়