শিরোনাম
◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’ ◈ আগস্টের পর থেকে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ পরিচালনা হচ্ছে: ফরহাদ মজহার ◈ নতুন অভিবাসন নীতিছ আমেরিকা-বিরোধী মানসিকতা প্রমাণ হলে ভিসা বাতিল ◈ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ ◈ পাঁচ দিন সাগরে ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন জেলে মোরশেদ ◈ চরভদ্রাসনে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং, মানুষের মাঝে স্বস্তি ◈ ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান ◈ সেপ্টেম্বরের মধ্যেই সব জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে ◈ সীমান্ত বিরোধ মেটাতে চীন-ভারত বৈঠকে যে আলোচনা হলো

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৪:৫০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে সরকারী রাস্তার ইট বেচে দিলেন প্রভাবশালী!

চরভদ্রাসন ও সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি রাস্তার ইট বেচে দিলেন প্রভাবশালী মেম্বার বশির মোল্লা দুপুরে টলিতে করে ইট নিয়ে যাওয়ার সময় আটক করে এলাকাবাসী।

চরভদ্রাসনের চরহাজীগঞ্জ বাজারের সরকারী রাস্তার ইট বেচে দেয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবসালী ইউপি সদস্যের বিরুদ্ধে। বুধবার সকালে সেই ইট তুলে নিয়ে যাওয়ার সময় আটকে দিয়েছে এলাকাবাসী। পরে গাজীরটেক ইউপি সদস্য বশির মোল্লা নিজে নিতেছেন বলে টলি ছারিয়ে নেন।

স্থানীয়রা জানান, হাজীগঞ্জ বাজারে গ্রোথ সেন্টারে একটি সেড নির্মাণ করায় সেখান থেকে বাজারে প্রায় পুরনো রাস্তার ২০ হাজার ইট উত্তোলন করে স্তুপ করে রাখা হয়। দুদিন ধরে এখান থেকে একটি টলি ইট টানছিল।

বুধবার সকালে ইট তুলে টলিতে নিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে পড়ে এলাকাবাসীর। স্থানীয় ব্যবসায়ী লাভলু বলেন, কয়েকদিন যাবত টলিতে করে ইট নিতে ছিল। আমরা টলিকে জিজ্ঞেস করলে তিনি বলেন গাজীরটেক ইউপি সদস্য বশির মোল্লা নিতে বলেছে। 

অভিযুক্ত বশির মোল্লার কাছে জনতে চাইলে তিনি বলেন,গাজিরটেকের চেয়ারম্যান ইয়াকুব আলী আমাকে একটি টলি ঠিক করে ২ হাজার ইট পাঠাতে বলেন তাই আমি পাঠাইতেছি।

গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন,বাজারের মাঝে ইট গুলি খোয়া যাওয়ার সম্ভাবনা আছে বলে ইউনিয়ন পরিষদের সামনে আনার জন্য ইউপি সদস্য বশির মোল্লাকে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়