শিরোনাম
◈ সিলেটে পাথরকাণ্ড: ডিসির পর এবার ইউএনওকে বদলি ◈ যে তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দিতে রাজি স্বাস্থ্য উপদেষ্টা ◈ ৫৫ বছরের রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা বিমানের ◈ ভারত কি বাণিজ্য যুদ্ধ সামাল দিতে পারবে? ◈ ১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ, প্রজ্ঞাপন জারি ◈ ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ অনুমোদন, ফল প্রকাশ কাল ◈ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্ট মাকে বাঁচতে গিয়ে ছেলেও প্রাণ হারান ◈ কুমিল্লায় আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা ◈ যশোর সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার স্বর্নবারসহ পাচারকারি আটক ◈ বিদেশি ক্রেতার আকর্ষণ কমায় পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ০৫:৫০ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপ সাগরে ট্রলারডুবি, ১১ ঘন্টা পর ১০ জেলে উদ্ধার

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার একটি নামবিহীন ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রবিবার ১৭ আগস্ট রাত নয়টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিনে এ দুর্ঘটনা ঘটে।  এ সময় ট্রলারে ১০ জন জেলে ছিলেন। সোমবার সকালে ১১ ঘন্টা পর ভাসমান অবস্থায় তাদের পাথরঘাটার কচিখালী এলাকা থেকে উদ্ধার করে অন্য একটি ট্রলার।

ডুবে যাওয়া ট্রলারের মালিক কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের  মেরাউপাড়া আবাসনের খোকন হাওলাদারের চাচা জুম্মান হাওলাদার জানান, হঠাৎ করে সাগর উত্তাল হওয়ায় রবিবার রাতে জেলেরা মাছ ধরা বন্ধ করে তীরে ফিরছিলেন। ফিরে আসার পথে একটি ডুবে চরে আটকে যায় ট্রলারটি। এরপর ঢেউয়ের তোড়ে মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। জেলেরা প্রাণ বাঁচাতে প্লাস্টিকের পট ও জালের ফ্লুইট ধরে ভেসে থাকেন।

জুম্মান হাওলাদার আরও জানান, খবর পেয়ে সোমবার সকালে আরেকটি বোট নিয়ে তাঁরা উদ্ধার অভিযানে নামেন। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদার নাম জানা গেছে। অন্যদের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সবাই নিরাপদে আছেন বলে জানান তিনি।

স্থানীয় জেলেরা জানান, বর্তমানে সাগর উত্তাল থাকায় আলীপুর-মহিপুরসহ আশপাশের এলাকার বেশির ভাগ ট্রলার মাছ শিকার বন্ধ করে নদী ও শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে।

এ বিষয়ে মহিপুর মৎস্য আড়তদার সমিতির সাধারন সম্পাদক সুমন দাস জানান, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। সাগর শান্ত হলে সেটি উদ্ধারে চেষ্টা চালানো হবে। জেলেরা সবাই নিরাপদে আছেন বলেও জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়