শিরোনাম
◈ কাশ্মীরে ভয়াবহ বন্যা: নিহত অন্তত ৩২, বহু নিখোঁজ ◈ অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সজীব ওয়াজেদের নামে মামলা করছে দুদক ◈ নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ ◈ ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র ◈ আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব ◈ বিশ্বের শীর্ষ মুদ্রায় মুসলিম দেশগুলোর দাপট, প্রথম চারটি মধ্যপ্রাচ্যের ◈ গুলশানকাণ্ডে কোনো উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট হওয়া দরকার: সালাহউদ্দিন আহমদ ◈ অপুকে দিয়ে জোর করে চাঁদাবাজির স্বীকারোক্তির ভিডিও বানানো হয়েছে: দাবি অপুর স্ত্রীর (ভিডিও) ◈ 'যদি কেউ অবৈধভাবে প্রবেশ করে এবং তাকে আটক করা না হয় তাহলে সে সহজেই অদৃশ্য হয়ে যাবে' ◈ চাঁদাবাজিতে আমার সংশ্লিষ্টতা নেই, ৫ আগস্টের পর অপুর সাথে কথা হয়নি : আসিফ মাহমুদ (ভিডিও)

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫, ০৩:৫৭ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশখালীর ওসিকে 'ল্যাংটা করে পেটানোর’ হুমকি দিয়ে পদ হারালো বিএনপির আকতার হোসেন!

হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হককে অশোভন ভাষায় গালাগালি ও ‘ল্যাংটা করে পেটানোর’ হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির জেলা সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনের সব পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে তার প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ সাময়িকভাবে স্থগিত থাকবে।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আকতার হোসেন ওসিকে উদ্দেশ করে বলেন, “আরেকবার যদি আওয়ামী দোসরদের সঙ্গে বসেন, তাহলে আপনাকে ল্যাংটা করে মহেশখালী থেকে তাড়িয়ে দেব।” তিনি আরও অভিযোগ করেন, ওসি আওয়ামী লীগের সাবেক এমপি আশেক উল্লাহর আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে থানায় বসে চা খান এবং তাদের কথামতো মামলা নেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর মহেশখালী ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিএনপি এই ঘটনাকে দলীয় ভাবমূর্তির জন্য “অপমানজনক ও অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছে।

মহেশখালী পৌরসভার ব্যবসায়ী আবদুস সালাম বলেন, “রাজনীতিবিদরা যদি পুলিশ কর্মকর্তাদের নিয়ে এভাবে হুমকি দেন, তাহলে সাধারণ মানুষ আইনশৃঙ্খলার ভরসা কোথায় পাবে?” স্থানীয় যুবলীগ কর্মী শহিদুল ইসলাম বলেন, “আমরা রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারি, কিন্তু এভাবে গালিগালাজ ও হুমকি দেওয়া কোনো সভ্য রাজনীতির অংশ নয়।”

এ বিষয়ে মহেশখালী থানার ওসি মনজুরুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়