শিরোনাম
◈ অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সজীব ওয়াজেদের নামে মামলা করছে দুদক ◈ নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ ◈ ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র ◈ আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব ◈ বিশ্বের শীর্ষ মুদ্রায় মুসলিম দেশগুলোর দাপট, প্রথম চারটি মধ্যপ্রাচ্যের ◈ গুলশানকাণ্ডে কোনো উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট হওয়া দরকার: সালাহউদ্দিন আহমদ ◈ অপুকে দিয়ে জোর করে চাঁদাবাজির স্বীকারোক্তির ভিডিও বানানো হয়েছে: দাবি অপুর স্ত্রীর (ভিডিও) ◈ 'যদি কেউ অবৈধভাবে প্রবেশ করে এবং তাকে আটক করা না হয় তাহলে সে সহজেই অদৃশ্য হয়ে যাবে' ◈ চাঁদাবাজিতে আমার সংশ্লিষ্টতা নেই, ৫ আগস্টের পর অপুর সাথে কথা হয়নি : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ শিক্ষক মাহফুজার মৃত্যু

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ১১:৪৪ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাকিতে খাবার না দেওয়ায়’ হোটেল মালিককে গুলি

গোলাপ প্রামানিক | ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে দোকানের বাকি টাকা চাওয়ায় ও নতুন করে বাকি না দেয়ায় স্থানীয় চিহ্নিত এক সন্ত্রাসীর গুলিতে ওই হোটেল মালিকের ছেলে ও এক নারী গুলিবিদ্ধ হয়েছে।

দুপুরে উপজেলার নাপিত বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।

গুলবিদ্ধ যুবক মো. ওয়াসিম মিয়া ও স্থানীয়রা জানান, বুধবার (১৩ আগস্ট) দুপুরে প্রতিদিনের মতো নাপিতের বাজারে হোটেল (চায়ের দোকান) ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ও তার ছেলে ওয়াসীম হোটেলের কাজ করছিলেন।

এ সময় একই এলাকার স্থানীয় যুবক গোলাপ মিয়া তার দোকানে খেয়ে চলে যেতে ধরলে পূর্বের বাকি টাকা ও বর্তমান খাবারের টাকা চান দোকান মালিক সিদ্দিক।

এনিয়ে দু-পক্ষের মধ্যে হট্টগোল হলে কিছুক্ষণ পর গোলাপ বাড়ি থেকে পিস্তল এনে অতর্কিত হোটেল মালিককে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করেন। গুলিতে হোটেল মালিকের ছেলে ওয়াসিম ও তাদের দ্বন্দ্ব নিরসন করতে গিয়ে গোলাপের ভাবি সেলিনা বেগম গুলিবিদ্ধ হন।

গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান গোলাপ। ঘটনার পর আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।

সন্ত্রাসী গোলাপ সাদুল্লাপুর উপজেলার ঈদুলপুর ইউনিয়নের দক্ষিণ চকদারিয়া গ্রামের মৃত্যু তয়েজ উদ্দিন ছেলে। গাইবান্ধা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির কথিত ভাগিনা হিসাবে পরিচিত ছিলেন। সে দীর্ঘদিন ধরে বাবা-মা মারা যাওয়ার পর বেপরোয়া জীবনযাপন করতেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়