শিরোনাম
◈ করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা গুলি ছুড়ে নিহত ৩, আহত ৬৪ ◈ এবার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নিয়ে যা বলল সৌদি আরব! ◈ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার ◈ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে লঘুচাপ ◈ ‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী,তোলপাড় ◈ সিলেটে অবৈধ পাথর উত্তোলনে অভিযান: সাদা পাথরে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ, জাফলংয়ে ১০০ নৌকা ধ্বংস ◈ মার্কিন শুল্ক এড়াতে ও স্থানীয় বাজার দখলে ইন্দোনেশিয়ায় নজর চীনা বিনিয়োগকারীদের ◈ শেখ হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদি বরাবর চিঠি জাগপার ◈ ওর মাথার টুপিটি দেখতে পুরো মোরগের ঝুঁটির মতো, জয়া বচ্চনকে বললেন কঙ্গনা ◈ আমিরাতে একবছরে ৩২ রেমিট্যান্স যোদ্ধার আত্মহত্যা, কারন হতাশাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা! (ভিডিও)

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জ সীমান্তে ৮ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (১৩ আগস্ট ) ভোর ৫টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর আওতায় ফকিরগঞ্জ বিওপির টহলরত দল সীমান্ত পিলার ৩৪২ থেকে বাংলাদেশের অভ্যন্তরের ১ কিলোমিটার ভেতরে ফকিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। 

তারা হলেন— ১) মোছাঃ জোসনা আক্তার (৩১), পিতা: মোঃ জাবেদ আলী, গ্রাম: বিষ্ণুপুর, আটপাড়া, নেত্রকোনা।
২) মোছাঃ সাবানা শেখ (৩৫), স্বামী: মোঃ আকমল শেখ, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর। ৩) মোঃ হাসনেন শেখ (১২), পিতা: মোঃ আকমল হোসেন, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর। ৪) মোঃ হোসেন শেখ (১৩), পিতা: মোঃ আকমল হোসেন, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর। ৫) মোছাঃ কারিনা বেগম (৪০), স্বামী: মৃত বাবুল শেখ, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
৬) মোছাঃ মনোয়ারা বেগম (৬০), স্বামী: আবদুল হক, গ্রাম: চরপাড়া, জামালপুর। ৭) মোঃ সালমান শেখ (২৮), পিতা: মোঃ আব্দুল হক, গ্রাম: চরপাড়া, জামালপুর। ৮) মোছাঃ আছিয়া বেগম (২৫), পিতা: মৃত তোতা শেখ, গ্রাম: ফুলকান্দি মধুপাড়া, ইসলামপুর, জামালপুর। 

বিজিবি জানায়, আটককৃতরা ভারত থেকে বাংলাদেশে পুশইন হয়েছিলেন। বর্তমানে তারা ফকিরগঞ্জ বিওপি ক্যাম্পে অবস্থান করছেন এবং পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, আটককৃতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুক্ষণের মধ্যে থানায় হস্তান্তর করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়