রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলা জজ আদালতে সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা মনজুর আহমেদ ডন জামিন নিতে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেছে আদালত।
সোমবার (১১আগস্ট) দুপুরে তিনি জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে গ্রেফতারের নির্দেশ দেন।
ডন ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের মৃত শওকত আলীর ছেলে ও সাবেক জেলা পরিষদ সদস্য এবং বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দ্বায়ীত্বে রয়েছে তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বাবা অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি ছিলেন মনজুর আহমেদ ডন। ঘটনার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, আদালতে জামিন নিতে গিয়ে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।