শিরোনাম
◈ জনরায় পেলে মিলেমিশে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের ◈ কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর? ◈ শেখ হাসিনাকে যেভাবে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া ◈ বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসাবান্ধব হতে চেষ্টা করছে : প্রধান উপদেষ্টা  ◈ লাফার্জ হোলসিমের মাটি সংগ্রহে ফসলি জমি ও জলাশয় ধ্বংস: পরিবেশ ও কৃষি বিপর্যয়ের আশঙ্কা ◈ বাংলাদেশ ঋণের ‘২৬০ কোটি টাকা’ ফেরত দেয়নি, দাবি করল পাকিস্তান ◈ মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক ◈ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ বিএনপিকে দুর্বল দেখাতে অপপ্রচারের চেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার: টেকনোগ্লোবাল ইনস্টিটিউটের চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫, ১২:৪৬ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনায় ৩ কিমি খাল পুনঃখননে ৭ লাখে কাজ, বরাদ্দ প্রায় ২৭ লাখ — স্থানীয়দের প্রশ্ন

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় ৩.০০ কিলোমিটার একটি খাল পূন:খনন কাজের জন্য তিন ভাগে  প্রায় ২৭ লক্ষ টাকা বাজেট করে সম্পাদন করেছে চান্দিনা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এক তদন্তে জানা যায়, পানি সম্পদ মেরামত ও সংরক্ষনের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের চেংগাছিয়া সমবায় সমিতির অধীনে ঘাটিঘরা খাল পূনঃখনন প্রকল্পে ব্যাপক অনিয়ম পাওয়া যায়।

এছাড়া ঠিকভাবে খনন কাজ না করার অভিযোগ রয়েছে  স্থানীয় এলাকাবাসির। খাল খননের ঠিকাদার জসিম জানান ৮ফুট মুখ এবং ৪ ফুট গভীর করে কাজ করছি। স্থানীয় বাসিন্দা মোঃ আক্তার অভিযোগ করেন “তারা মাটি কম তুলে শুধু চাছা দিয়া যাইতাছে।”  মোখলেছ জানান একই কথা, “ দেখেন তারা কদ্দুর মাটি তুইল্লা বাকীটা চাছা দিয়া লায়।”

সঠিকভাবে একটি খাল পূনঃখনন করতে হলে খালটি শুকনো হতে হবে বা পানি থাকলে সেচ করে নিতে হবে।কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়  তারা তা না করে পানির মধ্যেই ভেকু দিয়ে মাটি কেটেছে। এতে কি পরিমান কাটা হয়েছে তা দেখার উপায় নেই।

উক্ত সমিতির অধীনে ওই খালের ৩ কিলোমিটার ( ৩০০০ মিটার ) কে তিন ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে  ওই এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ জাকির হোসেনকে সভাপতি করে ১৪০০ মিটার খাল পূনঃ খননের জন্য ব্যয় ধরা হয় ৯,লক্ষ ৮ হাজার ৫১৬ টাকা,দ্বিতীয় অংশে মোঃ আনিছুর রহমানকে সভাপতি করে ৮০০ মিটার খাল পূনঃখননের জন্য ব্যয় ধরা হয় ৮লক্ষ ৭২ হাজার ৩১৬টাকা এবং তৃতীয় অংশে শারমিন আক্তারকে সভাপতি করে ৮০০ মিটার খাল পূনঃখননের জন্য ব্যয় ধরা হয় ৮ লক্ষ ৯৯হাজার ৮৯৫টাকা।

অথচ ওই তিন কিলোমিটার খাল পূনঃখনন কাজের চুক্তি পায়  স্থানীয় বাসিন্দা পরচঙ্গা গ্রামের মোঃ জসিম উদ্দিন। তার সাথে  কত টাকা চুক্তি হয়েছে জানতে চাইলে জসিম জানান,খালে বাধ দিয়ে পানি সেচ এবং ভেকু  (এস্কেভেটর ) দিয়ে মাটি কাটা পর্যন্ত আমার বিল হয়েছে ৭ লাখ টাকা।এর মধ্যে এখনো কিছু টাকা পাওনা রয়েছি।

তিন কিলোমিটার খাল পূনঃখননের জন্য প্রায় ২৭ লক্ষ টাকা বরাদ্ধ কিভাবে করেছেন জানতে চাইলে  চান্দিনা উপজেলা প্রকৌশলী  মুহাম্মদ রাকিবুল ইসলাম জানান , “এটা আমরা লেন্থ হিসাবে ধরে তিন ভাগে ভাগ করে নিয়েছি।” 

খালে বাঁধ দিয়ে পানি সেচ এবং পুরো তিন কিলোমিটার এস্কেভেটর দিয়ে কাটা এবং সমান্তরাল করা সহ সব মিলিয়ে ঠিকাদার ৭ লক্ষ টাকা চুক্তিতে সমাপ্ত করতে পারলে আপনারা এ কাজের জন্য ২৬ লক্ষ ৮০ হাজার ৭২৭ টাকা বরাদ্ধ করেছেন কিভাবে জানতে চাইলে তিনি আরো জানান, এস্কেভেটরওলার সাথে  আমার কনট্রাক্ট না ,সে  কয় টাকা দিয়ে কাজ করেছে আমি এটা দেখব না, আমাদের সরকারি রেটসীট অনুযায়ী বিল করতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়