শিরোনাম
◈ আরব আমিরাতের বিমানে বোমা হামলা, নিহত ৪০ (ভিডিও) ◈ জাতীয় পার্টির বিভক্তি স্পষ্ট: জিএম কাদেরকে বাদ দিয়েই কাউন্সিলের ডাক ব্যারিস্টার আনিসুলের ◈ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে এখনো সক্রিয় হাসিনার অনেক পুলিশ-সচিব: জয়নুল আবদিন ফারুক (ভিডিও) ◈ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আটক ১,১৩৬ বাংলাদেশি সম্পর্কে পার্লামেন্টে দিলেন ভয়াবহ তথ্য ◈ সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে অন্তর্বর্তী সরকারের মহাপরিকল্পনা চূড়ান্তের পথে ◈ নওগাঁ সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে পুশইন ◈ যুক্তরাষ্ট্রে আজ শুরু হচ্ছে মুসলিম উম্মাহর তিন দিনব্যাপী মহাসম্মেলন ◈ ইংল‌্যা‌ন্ডে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাকিস্তা‌নের ক্রিকেটার, জামিন মিললেও চলছে তদন্ত  ◈ সাকিব‌কে নি‌য়ে ক্রিকেট বোর্ডকে নাটক বন্ধ করতে বললেন খা‌লেদ মাহমুদ সুজন ◈ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত প্যালেস্টাইনের ফুটবলার পেলে

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ১১:৪৯ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানার সামনেই সাংবাদিককে নির্মমভাবে পিটিয়েছে হামলাকারীরা, থেঁতলে দিয়েছে পা (ভিডিও)

গাজীপুরের সাহাপাড়া এলাকায় পুলিশের চোখের সামনে চাঁদাবাজদের হাতে স্থানীয় এক সাংবাদিককে বেধড়ক পেটানোর ঘটনা ঘটেছে। গত বুধবার বেলা সাড়ে তিনটার দিকে সাংবাদিক আনোয়ার হোসেন (৩৫) খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় চাঁদাবাজদের নির্মম হামলার শিকার হন। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সাত-আটজন যুবক সাংবাদিককে বেধড়ক মারছেন এবং ইট দিয়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত করছেন। পাশেই পুলিশ সদস্যরা দাঁড়িয়ে থাকলেও তৎপরতা দেখা যায়নি। পরে পুলিশ আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সাংবাদিকের মা আনোয়ারা সুলতানা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাহাপাড়া এলাকার চাঁদাবাজরা প্রতিদিন প্রতিটি সিএনজি অটোরিকশা থেকে ৩০ থেকে ৪০ টাকা চাঁদা আদায় করে আসছে। আনোয়ার সংবাদ সংগ্রহের সময় এ চাঁদাবাজদের টের পেয়ে যায়। এরপর স্থানীয় চাঁদাবাজদের সহযোগিতায় ১৫-১৬ জন তাকে হত্যার উদ্দেশ্যে পেছনের একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে এবং মোবাইল ফোন ও ২৬,২৫০ টাকা ছিনিয়ে নেয়।

আনোয়ারা সুলতানা বলেন, ‘আমার ছেলে একজন সাংবাদিক। কোনো অপরাধ ছাড়াই তাকে নির্মমভাবে মেরেছে। হাসপাতালে ছেলেকে নিয়ে রয়েছি। তবে আমরা আতঙ্কিত।’ এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছিলেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়