শিরোনাম
◈ প্রশাসনে পদোন্নতির হিড়িক: তিন স্তরে বড় রদবদলের প্রস্তুতি ◈ জুলাই অভ্যুত্থান: রাজধানীর ৫০ থানায় কত মামলা ◈ ’৭১ এবং ’২৪-নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম ◈ জনগণের রায়ের মাধ্যমে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়তে হবে: তারেক রহমান ◈ প্রবাসীদের ভোটার নিবন্ধনে অগ্রগতি: নয়টি দেশে কার্যক্রম চলমান, শীর্ষে আরব আমিরাত ◈ ট্রাম্পকে সামলাতে মোদিকে গোপনে পরামর্শ দেবেন নেতানিয়াহু ◈ আরব আমিরাতের বিমানে বোমা হামলা, নিহত ৪০ (ভিডিও) ◈ জাতীয় পার্টির বিভক্তি স্পষ্ট: জিএম কাদেরকে বাদ দিয়েই কাউন্সিলের ডাক ব্যারিস্টার আনিসুলের ◈ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে এখনো সক্রিয় হাসিনার অনেক পুলিশ-সচিব: জয়নুল আবদিন ফারুক (ভিডিও) ◈ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আটক ১,১৩৬ বাংলাদেশি সম্পর্কে পার্লামেন্টে দিলেন ভয়াবহ তথ্য

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০৫:০৬ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশি মদ পানে ধামরাই দুই জনের মৃত্যু

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা থেকে:ঢাকা ধামরাই দেশীয় মদ পান করে বিপল কুজুর (৪৫) ও সুধীর তিগ্যা (৪৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার(৮আগষ্ট) সকালে কালামপুর এলাকায় কাশের বাড়ি থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

নিহতরা হলেন,রংপুর জেলার, বাবলু কুজুর ছেলে বিপ্লব  কুজুর, একই এলাকার রংপুর জেলার মিঠাপুকুর  থানার বলদি বাতান গ্রামের ভুবন তিগ্যার ছেলে সুধীর তিগ্যা(৪৫)।

এলাকাবাসী জানান,  বিপ্লব ও সুধীর দুইজনে অনেক দিন ধরে কালামপুর আশ্রয়্যান প্রকল্প  (গুচ্ছগ্রাম) এলাকায় কাশের বাড়িতে ভাড়া থাকতেন তারা দু জনে এলাকায় এলাকায় খালে বিলে গিয়ে কুইচা শিকার করে তারা হাটে বাজারে বিক্রি করতেন। তারা গতকাল রাতে   মদ্যপান করে অসুস্থ হয়ে যায়।পরবর্তীতে এলাকা বাসি তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ধামরাই সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মনিরুল ইসলাম  বলেন,কালাপুর এলাকার  স্থানীয় লোকজন ফোন করে জানান, আশ্রয় প্রকল্পে মদ্যপান করে দুই জনের মৃত্যু হয়েছে।ফোন করে এমন খবর জানান পরে ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়