হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বরইতলা এলাকায় পরিবহন খাদে পড়ে উল্টে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যাত্রীরা । এসময় ঘটনাস্থলে চালক রফিকুল সিকদার (৪৫) নিহত ও কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়।
সোমবার (২৮ জুলাই) রাত ১১ টার দিকে কুয়াকাটা থেকে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক রফিকুল ইসলাম পটুয়াখালী জেলার দশমনিয়া উপজেলার বেতাগী গ্ৰামের মানিক সিকদারের ছেলে।
এব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, বরিশালের কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এতে ঘটনাস্থলে চালকের মরদেহ উদ্ধার করি এবং আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।