হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলায় ভাবি লিপি আক্তারকে (৩০) নির্মমভাবে গলা কেটে হত্যার দায়ে চাচাতো দেবর রাসেল মিয়াকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, লিপি আক্তারের স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকতেন। প্রায়ই লিপি আক্তার কে রাসেল প্রেম ও অনৈতিক প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এসব প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে রাসেল ২০২০ সালের ৩ অক্টোবর গভীর রাতে লিপিকে ধারালো এন্টিকাটার দিয়ে গলা কেটে হত্যা করেন।
পরবর্তীতে নিহতের বড় বোন ফেরদৌসী বেগম পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।