শিরোনাম
◈ আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই’র অপব্যবহার: সিইসি (ভিডিও) ◈ বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাসুমা নামে মাইলস্টোনের অফিস সহকারীর মৃত্যু, নিহত বেড়ে ৩৫ ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে উত্তাল কুয়ালালামপুর! ◈ আওয়ামী লীগ থেকে তো প্রচুর যোগাযোগ হচ্ছেই, আমাকে বলে দলের হাল ধরতে: তাজউদ্দীন আহমদের বড় মেয়ে ◈ এপস্টাইন কী ভাবে ‘শিকার’ ধরতেন? কী করতেন প্রেমিকা? আমেরিকা থেকে স্মৃতিচারণ ভুক্তভোগীর, চ‌লে আস‌লো ট্রাম্পের নাম  ◈ শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত: হিউমান রাইটস ওয়াচ এর প্রতি‌বেদন ◈ নিম্নচাপ ও অমাবস্যার জোড়া প্রভাবে উপকূল প্লাবিত, দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপদসীমার ওপরে ◈ শর্ট বল খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী? : সু‌নিল গাভাস্কার ◈ ভারতের ফুটবল কোচ হতে চান জাভি হার্না‌ন্দেজ, আবেদনে সারা দেয়নি ফেডারেশন ◈ এন‌সি‌পি কী আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়?

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ১২:৫০ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে টিসিবির ১৯ বস্তা চাল জব্দ

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের মরাখালি বাজারে বন্ধ দোকান ঘরের সামনে ফাঁকা স্থান থেকে ১৯ বস্তা টিসিবি’র চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ২২ জুলাই মঙ্গলবার রাতে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মরাখালি বাজারে নালিতাবাড়ী ইউনিয়নের আওতাধীন টিসিবির পণ্য বিক্রি চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এই কার্যক্রম পরিদর্শন করার সময় টিসিবি পণ্য বিক্রির স্থানের বিপরীতে এক বন্ধ দোকানের সামনের ফাঁকা জায়গায় ১৯ বস্তা চাল দেখতে পান।

ওইসময় স্থানীয়রা জানায়, টিসিবির কার্ডধারীরা প্যাকেজ ক্রয়ের পর এসব চাল বিক্রি করে দিয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ক্রেতারা। পরে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদে কেউ ক্রেতা/বিক্রেতাদের নাম জানায়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি ১৯ বস্তা চাল জব্দ করেন। ওইসময় ইউনিয়ন পরিষদের সদস্য, ইউএনও অফিসের স্টাফ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়