শিরোনাম
◈ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ জাতীয় গ্রিডে বিপর্যয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের মধ্যে ৭ শিশুসহ আট জনের মরদেহ হস্তান্তর ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের সেবায় ডা. তাসনিম জারার ৭ পরামর্শ ◈ 'উত্তরা মাইলস্টোন কলেজ তৈরি করার সময় বাধা দেওয়া হয়েছিল' (ভিডিও) ◈ দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকার মৃত্যু ◈ রক্তের জন্য মাইকিং : বার্ন ইউনিটে কান্নায় ভারী পরিবেশ, স্বজনদের আহাজারি ◈ পোড়া বাচ্চাটি দৌড়াচ্ছে সবাই ভিডিও করছে কিন্তু ধরছে না! ◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আমার বলার কোনো ভাষা নেই, আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে আলোচিত ভ্যানচালক আসাদুল হত্যা: মূল আসামি মুন্নাসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান ও হত্যায় ব্যবহৃত সরঞ্জাম

এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে আলোচিত অটোভ্যান চালক আসাদুল (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় এক সপ্তাহের মধ্যে মূল আসামি মুন্নাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোভ্যান ও হত্যায় ব্যবহৃত সরঞ্জামাদি।

সোমবার ভোরে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুরের পরামর্শ ও দিকনির্দেশনায় এসআই রব্বানীর নেতৃত্বে এএসআই মুরসালিন, এএসআই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স ডিজিটাল প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি নাজমুল হক মুন্না (২৮)-কে গ্রেপ্তার করে। সে উপজেলার ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের দামাইল সংঙ্গতপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

পরে মুন্নার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে তার সহযোগী ও ভ্যান ক্রেতা বোচাগঞ্জ উপজেলার বাজনিয়া গ্রামের মৃত প্রবীণ দেব শর্মার ছেলে আম ব্যবসায়ী কিনুরাম দেব শর্মা (৩৮) এবং জালালী গ্রামের মোসলেম আলীর ছেলে রুবেল ইসলাম ওরফে সাহেব আলী (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোভ্যান ও হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য, গত ১৬ জুলাই সকালে বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের ধুকুরঝাড়ী এলাকায় কাহারোল-পাকা সড়কের পাশে মাটিয়ান পুকুরের কাছে অটোভ্যান চালক আসাদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আসাদুল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের যোগীহারি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়