শিরোনাম
◈ 'উত্তরা মাইলস্টোন কলেজ তৈরি করার সময় বাধা দেওয়া হয়েছিল' (ভিডিও) ◈ দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকার মৃত্যু ◈ রক্তের জন্য মাইকিং : বার্ন ইউনিটে কান্নায় ভারী পরিবেশ, স্বজনদের আহাজারি ◈ পোড়া বাচ্চাটি দৌড়াচ্ছে সবাই ভিডিও করছে কিন্তু ধরছে না! ◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আমার বলার কোনো ভাষা নেই, আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ সুন্দরবনের উপকূলে চার শতাব্দীর পুরনো কালীবাড়ি-শিববাড়ি পরিণত হতে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীর চাম্ব‌লে বরফ কলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে

কল‌্যাণ বড়ু্য়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ মো. আবুল বশর (৪২) নামে একজ‌নের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের বাংলাবাজার আইস ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনায় নিহত আবুল বশর সরল ইউ‌নিয়‌নের ৪নং ওয়া‌র্ডের কাহারঘোনা গ্রা‌মের মরহুম চান্দ মিয়া হাজীর ছোট ছেলে ।  আবুল‌ বশর  দীর্ঘদিন ধরে আইস ফ্যাক্টরিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পীলশ সূত্রে জানা যায়,চাম্বল ইউনিয়নের বাংলাবাজার এলাকার মো.তফসির উদ্দিনের মালিকানাধীন আইস ফ্যাক্টরিতে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়ে। এতে সেখানে কর্মরত ছয়জনের মধ্যে আবুল বশর সবচেয়ে কাছাকাছি অবস্থান করায় তিনি মারাত্মকভাবে গ্যাসক্রিয়ায় আক্রান্ত হন।

আত্মরক্ষার জন্য তিনি দৌড় দেন এবং ৩০ গজ দূরে গিয়ে পাশের জমিতে পড়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চাম্বলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থাকা আইস ফ্যাক্টরির কর্মচারী জামশেদ জানান, “ঘটনার সময় আমরা ছয়জন একসাথে ছিলাম। গ্যাস ছড়িয়ে পড়লে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করি। কিন্তু বশর সিলিন্ডারের সবচেয়ে কাছাকাছি ছিলেন, তাই তিনি বেশি আক্রান্ত হন। গ্যাসে তার পিঠ ঝলসে যায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বাংলাবাজার এলাকার মো.তফসির উদ্দিনের মালিকানাধীন আইস ফ্যাক্টরিতে একটি গ্যাস সিলিন্ডার বি‌স্ফোর‌ণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌ‌ছে ঘটনার বিস্তা‌রিত তথ‌্যদি সহ মারা যাওয়া আবুল বশ‌রের লাশের সুরতহাল প্রতিবেদন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়