শিরোনাম
◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের সেবায় ডা. তাসনিম জারার ৭ পরামর্শ ◈ 'উত্তরা মাইলস্টোন কলেজ তৈরি করার সময় বাধা দেওয়া হয়েছিল' (ভিডিও) ◈ দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকার মৃত্যু ◈ রক্তের জন্য মাইকিং : বার্ন ইউনিটে কান্নায় ভারী পরিবেশ, স্বজনদের আহাজারি ◈ পোড়া বাচ্চাটি দৌড়াচ্ছে সবাই ভিডিও করছে কিন্তু ধরছে না! ◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আমার বলার কোনো ভাষা নেই, আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীর শিবপুরে ছিনতাইকৃত ট্রাকসহ মালামাল উদ্ধার

সানজিদা রুমা, নরসিংদী: নরসিংদীর শিবপুর থেকে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মালামালসহ ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তিন ছিনতাইকারীকেও আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে শিবপুর উপজেলার দক্ষিণসাধারচর ব্রিজের পূর্ব পাশে চাউল বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন-নরসিংদীর মাধবদী থানার খোরদনাপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে হৃদয় মিয়া (৩২) মনোহরদী থানার খিদিরপুর গ্রামের প্রদীপ চন্দ্র দাসের ছেলে আকাশ দাস (৩০) হরিকৃষ্ণ দাস এর ছেলে হৃদয় চন্দ্র দাস  (২৮)।

জানা যায়,ট্রাকটি (বগুরা ট-১১-২৫২০ ) বগুড়া থেকে ফ্রেশ কোম্পানির ৬০০ বস্তা চাউল  বুঝাই করে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা ছিল। শিবপুরের দক্ষিণসাধারচর এলাকায় আসার পর দুর্বৃত্তরা সড়কে পুলিশের পোশাকে গাড়ী থামানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে গাড়িটি থামানোর সাথে সাথে পুলিশের পোশাক পরিহিত একজন লোক বলেন ট্রাক গাড়িটিতে অবৈধ মালামাল রয়েছে।

তারা গাড়িটি তল্লাশী করবে বলে ট্রাকের ড্রাইভার ও হেলপারকে গাড়ী হইতে টানা-হেচড়া করে নিচে নামিয়ে গামছা দিয়ে ড্রাইভার ও হেলপারের দুই হাত ও চোখ বেঁধে সাদা রংয়ের প্রাইভেটকারে তুলে নিয়ে কিছুক্ষণ ঘুরাফেরা করে শিবপুর থানাধীন কুন্দারপাড়া সোনাইমুড়ি নামক টিলার সামনে রাস্তার পাশে হাত ও চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে প্রাইভেটকারটি চলে যায়। পরে ট্রাক মালিক গ্রুপের পক্ষ থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়।

শিবপুর মডেলথানার  বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মালামালসহ ট্রাক উদ্ধার ও ছিনতাইকারীদের আটক করা হয়।
নরসিংদী জেলার পুলিশ সুপার মো: আব্দুল হান্নান বলেন, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ঘটনায় তিনজনকে আটক ও ছিনতাই হওয়া ট্রাক, পুলিশের পোশাক এবং মালামাল উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়