শামীম মীর, গৌরনদী প্রতিনিধি: বরিশাল জেলার গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেনের নেতৃত্বে বরিবার গৌরনদী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং গৌরনদী মডেল থানার একটি টিমসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কটকস্থলস্থ ফাতেমা হোটেলে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ৪৯ পিস ইয়াবা, প্রায় ১০০ গ্রাম গাজা, ক্রয়-বিক্রয় হিসাবের খাতা, মাদক বিক্রয়ের নগদ টাকা এবং মাদকদ্রব্য সেবনের বিপুল পরিমান সরঞ্জামাদি পাওয়া গিয়েছে (অনেক সাবধানতা অবলম্বন করার পরেও ওরা সম্ভবত আচ করতে পেরেছে।
হোটেলের মালিক ও পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মানিক মাঝি ও ম্যানেজারকে আটক করা হয়েছে। এ সময় মাদক সম্রাট হীরা মাঝি পালিয়ে যান। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন বলেন, ধারণা করা হীরা মাঝির কাছে বিপুল পরিমান মাদকদ্রব্য ছিল। এ ঘটনায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরো বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।