শাহাজাদা এমরান,কুমিল্লা: কুমিল্লায় চোর সন্দেহে গণ পিটুনিতে তুহিন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত তুহিন ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি কুমিল্লা নগরীর গর্জনখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন নির্মাণাধীন পুলিশ প্লাজার নিচে তুহিন নামের ওই তরুণকে চোর সন্দেহে আটক করে স্থানীয়রা। পরে সেখানে মারধর করে তারা। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পুলিশ তুহিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে তুহিনকে কোতায়ালী মডেল থানায় নিয়ে আসা হয়। বেলা ২টার দিকে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, চুরির অভিযোগে স্থানীয় লোকজন তাকে পিটুনি দেয়।
আমরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সুস্থতা অনুভব করায় তাকে থানায় নিয়ে আসা হয়। পরে দুপুরের পর সে অসুস্থতা বোধ করলে আমরা তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করি। বিকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।