শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ০৩:৩৪ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে নারীর গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, যুবকের বিরুদ্ধে মামলা

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের মোংলায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ব্যবহার করে ব্ল্যাকমেইল ও অনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৪ জুলাই (সোমবার) দুপুরে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মোংলা থানায় ৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনা জানাজানি হওয়ার পর থেকে রনি ও তার লোকজন ওই নারী ও তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিতে থাকে। মামলার পরও মূল অভিযুক্ত রনিকে গ্রেফতার না করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্র জানায়, মোংলা পোর্ট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বসবাসকারী এক নারীকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল রনি নামের এক যুবক। তিনি একই এলাকার আলতাফ হোসেনের ছেলে এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। নারীটির অভিযোগ, তিনি তার বাবার বাড়িতে বেড়াতে গেলে রনি গোপনে মোবাইল ফোনে তার গোসলের ভিডিও ধারণ করে।

২৮ জুন সকালে রনি সেই ভিডিও দেখিয়ে তাকে অনৈতিক সম্পর্কে জড়াতে বাধ্য করার চেষ্টা করে এবং যোগাযোগের জন্য নিজের মোবাইল নম্বর দেয়। সম্পর্ক করতে না চাইলে ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় সে।

নারীটি সম্মান রক্ষায় পিত্রালয়ে চলে আসেন এবং ঘটনাটি মা-বাবাকে জানান। এর কিছুদিন পর রনি ও তার সঙ্গীরা নারী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। পরে নারীটি থানায় মামলা করলে পুলিশ তদন্ত করে তা এজাহারভুক্ত করে।

এলাকাবাসীর অভিযোগ, রনি একজন দুর্বৃত্ত প্রকৃতির যুবক এবং তার বিরুদ্ধে আগেও এমন একাধিক অভিযোগ রয়েছে। তারা দ্রুত তাকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানায়।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তদন্তে প্রাথমিক সত্যতা মেলায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়