আবু মুত্তালিব মতি, আদমদীঘি বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মানসিক ভারসামহীন এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সরু বিজ্রের রেলিংয়ে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেল বড় ধরণের দুর্ঘটনা। গতকাল সোমবার (২৪ জুলাই) ভোর ৫টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি পশ্চিম বাজারে ব্রিজে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় কবলিত ট্রাকের হেলপার আপন হোসেন ও প্রত্যক্ষদর্শিরা জানান, ঢাকা মেট্রো-ড-১৪-৭৭০৬ নম্বর একটি মিনি ট্রাক ঢাকা থেকে রহনপুর যাচ্ছিল। ট্রাকটি আদমদীঘির সদরের পশ্চিম বাজারে পৌঁছিলে সড়কে একজন ভারসাম্যহীন ব্যক্তি এলোমেলো ভাবে সড়কের উপড় চলাচল করছিল। এসময় তাকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরু বিজ্রেরর রেলিংয়ে ধাক্কা লেগে আটকে যায়। এ ঘটনায় ট্রাক ও ব্রিজের ক্ষতিসাধন হয়।