শিরোনাম
◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ ◈ ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার মাটিতে হবেনা: ঢাকা রেঞ্জ ডিআইজি ◈ ফরিদপুরে চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব-সংকটে দেশীয় প্রজাতির মাছ ◈ বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন কানু মিয়া

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনিরামপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শেখ মোঃ আবুল বাসার (যশোর) : যশোরের মনিরামপুর উপজেলায় আব্দুল মান্নান (৫৫) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করছে ছোট ভাই। যানা যায় তিনি  বিএনপির  ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন। রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত আব্দুল মান্নান উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের এজহার মোড়লের ছেলে। তিনি স্থানীয় য়গওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। 

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার বিকেলে ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতউল্লাহ ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে।

মনিরামপুর থানা বিএনপির সহ-সভাপতি ও হরিহরনগর ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার বলেন, য়মান্নান ভাই সব সময় পরিবারে শান্তি চেয়েছেন। তিনি বিষয়টি সমঝোতার মাধ্যমে মেটাতে চাইতেন। কিন্তু ছোট ভাই হান্নান ও তার পরিবারের আচরণ পরিস্থিতিকে জটিল করে তোলে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, য়হ্য ৬হঘটনার পর থানায় একটি হত্যা মামলা হয়েছে। তিন অভিযুক্তয়বগ৬গ আব্দুল হান্নান, রেশমা খাতুন ও রহমতউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়