শিরোনাম
◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ ◈ ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার মাটিতে হবেনা: ঢাকা রেঞ্জ ডিআইজি ◈ ফরিদপুরে চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব-সংকটে দেশীয় প্রজাতির মাছ ◈ বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন কানু মিয়া

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ০৮:৩৫ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে কিশোরকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন,থানায় মামলা দায়ের

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে এক কিশোরকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক ভাবে নির্যাতন করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। নির্যাতিত কিশোর উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের রসুল শাহাপুর গ্রামের মোঃ রায়হান এর ছেলে মাহিম হোসেন (১৫)।

শুক্রবার (১১ জুলাই)  ট্রাক্টর (হ্যারো) দিয়ে হালচাষ করা লোহার ফাল চুরির মিথ্যা অপবাদে কিশোর মাহিম হোসেন কে স্থানীয় গোরস্থান মোড় নামক স্থানে সড়কের পাশে আম গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে অমানুষিক ও পৈচাষিক নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তোলপাড় শুরু হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অমানবিক নির্যাতনের শিকার কিশোর মাহিম নির্যাতনকারীদের হাতে পায়ে ধরেও রক্ষা পায়নি। দেখা গেছে,  নির্যাতনের সময় সড়কের মোড়ে যানবাহন থামিয়ে চালক, যাত্রী, পথচারি ও স্থানীয়রা ভিড় করে দাঁড়িয়ে থেকে দর্শকের মতো নির্যাতন দেখেন। এসময় ওই কিশোরকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি ।

‎স্থানীয়রা জানান, নির্যাতিত কিশোর মাহিম এ ধরনের কাজ কখনও করেনি। নির্যাতনকারীরা মিথ্যা চুরির অপবাদ দিয়ে যেভাবে হাত-পা রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালিয়েছে এটা জঘন্যতম অপরাধ। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

‎নির্যাতনের শিকার কিশোর মাহিম জানায়, ট্রাক্টরের ফাল আমি চুরি করিনি। এব্যপারে আমি কিছুই জানিনা। তারা আমাকে জোরপূর্বক আটক করে মিথ্যা চুরির অপবাদ দিয়ে আম গাছে আমার হাত-পা রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালিয়েছে।

‎এ ব্যাপারে মাহিম এর পিতা রায়হান বাদী হয়ে একই গ্রামের মৃত. আব্দুল করিমের ছেলে হেলাল (৩০), এজামউদ্দীনের ছেলে শফিকুল ইসলাম (৩৫), মৃত. সৈয়দ আলী’র ছেলে মুকুল (২৭),সোবহান আলী’র ছেলে মোস্তফিজুর রহমান এবং আফছারের ছেলে মাহাবুর রহমান (২০) এর বিরুদ্ধে বিরল থানায় একটি মামলা মামলা নং-০৯/১৯১ দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়