শিরোনাম
◈ ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মাঠেও-বাইরেও, বাবা-ভাই না ফেরার দেশে ◈ জন্মহার বাড়াতে মরিয়া চীন সরকার, সন্তান হলেই দেয়া হ‌বে মোটা অর্থ ◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ◈ এজবাস্টন টে‌স্টে ইংল্যান্ডের লড়াই, শক্ত অবস্থানে ভারত ◈ শান্ত‌কে বাই‌রে রে‌খে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বি‌সি‌বির ◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা ◈ সংলাপ চলছেই, ঐকমত্য আটকে আছে শর্ত আর সংশয়ে ◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ০৩:১৭ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাইয়ে আন্তর্জাতিক রপে যাত্রা শুরু করছে কক্সবাজার বিমানবন্দর! (ভিডিও)

জুলাই থেকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা করবে কক্সবাজার বিমানবন্দর। এ লক্ষ্যে চলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের যাবতীয় প্রস্তুতি।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে। চালু হবে কার্গো ফ্লাইটও।বর্তমানে হজরত শাহজালাল (ঢাকা), শাহ আমানত (চট্টগ্রাম) ও ওসমানী (সিলেট) আন্তর্জাতিক বিমানবন্দরের পর এটি যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মানচিত্রে। সমুদ্রঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই অঞ্চলে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

অবশেষে জুলাই মাসের শেষ দিকে ফ্লাইট পরিচালনা শুরু করতে চাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। সমুদ্র উপকূলবর্তী এলাকায় নির্মিত এ রানওয়ের সম্প্রসারণ প্রকল্পসহ নানা উন্নয়নমূলক কাজ প্রায় শেষ দিকে। চলছে উদ্বোধনের শেষ মুহুর্তের প্রস্তুতি। 

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করছেন, সরাসরি আন্তর্জাতিক সংযোগ থাকলে কক্সবাজারে বিদেশি বিনিয়োগ এবং পর্যটনের ব্যাপ্তি বহুগুণে বাড়বে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে, বাড়বে বৈদেশিক মুদ্রা আয় এবং সমগ্র দক্ষিণ-পূর্বাঞ্চল অর্থনৈতিকভাবে লাভবান হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ইতোমধ্যে বিমানবন্দরের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নকাজ প্রায় শেষের পথে। রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবন নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণসহ একাধিক প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসব কাজ শেষ হলেই বিমানবন্দরটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। একই সঙ্গে চালু করা হবে কার্গো ফ্লাইট পরিচালনাও, যা এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, ২৬ জুন কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল পরিদর্শন করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়