শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ১০:২৩ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এজবাস্টন টে‌স্টে ইংল্যান্ডের লড়াই, শক্ত অবস্থানে ভারত

স্পোর্টস ডেস্ক : লড়াইটা জ‌মি‌য়ে‌ছি‌লো ইংল‌্যান্ড, কিন্তু ই‌নিং‌সের শেষ‌দি‌কে এ‌সে যে‌নো খেই হা‌রি‌য়ে ফে‌লে, ত‌বে এ‌দিন জেমি স্মিথ ও হ্যারি ব্রুকের অসাধারণ ব্যাটিংয়ে ইংল্যান্ড ম্যাচে ফিরে এলেও, এজবাস্টনে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ভারত এখনও শক্ত অবস্থানেই আছে।

দিনের দ্বিতীয় ওভারেই জো রুট ও বেন স্টোকস পরপর আউট হলে স্মিথ জবাবি ব্যাটিং শুরু করেন। মাত্র ৮০ বলে সেঞ্চুরি করে তিনি অপরাজিত ১৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ব্রুকও গুরুত্বপূর্ণ ১৫৮ রান করে ৩০৩ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান।

তবে দ্বিতীয় নিউ বল নিয়ে ভারত জবাব দিয়েছে—ব্রুকের আউটের পর ইংল্যান্ডের শেষ পাঁচ উইকেট পড়ে মাত্র ২০ রানে। সিরাজের আক্রমণাত্মক বোলিং (৬/৭০) শেষ করে ভারত প্রথম ইনিংসে ১৮০ রানের বড় লিড নেয়। যদিও স্টোকসের আউটের সময় ইংল্যান্ড ৫ উইকেটে ৫০৩ রান পিছিয়ে ছিল, তখনকার তুলনায় এই লিড কিছুটা কম।

তৃতীয় দিন শেষ হওয়ার আগে ভারত ১৩ ওভারে ৬৪/১ করে, মোট লিড বাড়িয়ে ২৪৪ রানে নিয়ে যায়।

রোমাঞ্চকর এই দিন শেষে ভারত নিয়ন্ত্রণে থাকলেও, রান তাড়ার ক্ষেত্রে ইংল্যান্ডের দুর্দান্ত কামব্যাকের কারণে সিরিজে সমতা আনতে ম্যাচের শেষ দুই দিন আরও চমকপ্রদ হতে পারে!

ভারত: ৫৮৭ ও ৬৪/১ (রাহুল ২৮; জস টাং ১/১২)
ইংল্যান্ড: ৪০৭ (স্মিথ ১৮৪, ব্রুক ১৫৮; সিরাজ ৬/৭০)
ভারতের লিড: ২৪৪ রান

  • সর্বশেষ
  • জনপ্রিয়