শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শান্ত‌কে বাই‌রে রে‌খে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বি‌সি‌বির

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে বর্তমানে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। শ‌নিবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। তার আগে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘদিন পর ২০ ওভারের ফরম্যাটের দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ নাঈম শেখ। ২০২৪ সালের মে মাসে সবশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন সাইফউদ্দিন। এরপর থেকেই দলের বাইরে পেস বোলিং এ অলরাউন্ডার। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন নাঈম। টি-টোয়েন্টি সিরিজের দলেও তার ওপরে ভরসা রেখেছেন নির্বাচকরা।

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও খালেদ আহমেদের।

শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ১০ জুলাই মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৭:৩০ মিনিটে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়