শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ

নিজস্ব প্রতি‌বেদক : প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সি‌রি‌জের ব‌্যাকফু‌টে থে‌কে আজ ৫ জুলাই বিকাল ৩টায়  দ্বিতীয় ওয়ান‌ডে ম‌্যা‌চে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি হ‌বে বাংলা‌দেশ, এই ম‌্যা‌চে জ‌য়ের বিকল্প নেই টাইগার‌দের সাম‌নে।

সি‌রি‌জের প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে ভালো শুরু এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। আক্রমণাত্মক ব্যাটিং করে লঙ্কান বোলারদের দারুণ পরীক্ষায় ফেলে দিয়েছিলেন।

অথচ বাকি ব্যাটারদের ব্যর্থতায় জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি। ভালো ব্যাটিং করেও তাই সন্তুষ্ট নন তামিম। দলের প্রয়োজন মেটাতে পারলে খুশি হতেন বলে মন্তব্য করেছেন টাইগার এ ওপেনার। সেই সাথে এখনও সিরিজে টিকে থাকার সুযোগ রয়েছে বলে মনে করেন তামিম। সেজন্য দ্বিতীয় ওয়ানডেতে জয়ের কোনো বিকল্প নেই।

তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি। দলের যেটা দরকার ছিল, সেটা যদি পূরণ করতে পারতাম তাহলে বলতে পারতাম ভালো খেলেছি। কামব্যাক করার সুযোগ আছে আমাদের। কারণ তিন ম্যাচের সিরিজ, এক ম্যাচ শেষ হয়েছে। পরের ম্যাচ যদি আমরা জিতি তাহলে সিরিজে টিকে থাকব।

প্রথম ওয়ানডেতে দলীয় ২৯ রানে পারভেজ হোসেন ইমন আউট হয়ে ফেরার পর নাজমুল হোসেন শান্তর সাথে ৭১ রানের জুটি গড়েন তামিম। শান্ত রান আউট হয়ে ফিরলে ভাঙে জুটি। তারপর বাকি ব্যাটাররা শুধু এসেছেন আর ফিরে গেছেন। তানজিদের পর পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলতে পেরেছেন শুধু জাকের আলী অনিক।

প্রেমাদাসার উইকেটে দ্বিতীয় ইনিংসে তুলনামুলক বেশ সুবিধা পায় স্পিনাররা। এমন উইকেটে সেট হলে লম্বা ইনিংস খেলা বলে মনে করেন তামিম।

টাইগার এ ওপেনার বলেন, ‘আসলে দেখেন, এখানে যেমন উইকেট যারা সেট হবে তাদের লম্বা ইনিংস খেলতে হবে। আমি আর শান্ত ভাই যদি আর ৫-১০ ওভার থাকতে পারতাম তাহলে ম্যাচটা অনেক ভালোভাবে বের হয়ে যেতো এবং পরের ব্যাটারদের জন্য সহজ হতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়