শিরোনাম
◈ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের আওতায় আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ◈ দুদকের অনুসন্ধানের জালে এনবিআরের আরও ৫ কর্মকর্তা ◈ গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর (ভিডিও) ◈ ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ১০:৩৮ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খানা-খন্দে জর্জরিত বাধাল-মসনী-পিংগুড়িয়া সড়ক, দুর্ভোগে যাত্রী ও ব্যবসায়ীরা, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

এস. এম. সাইফুল ইসলাম কবির, কচুয়া (বাগেরহাট): বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল-মসনী-পিংগুড়িয়া সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গেছে। সড়কটির বেহাল দশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজ শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে।

বাধাল ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটি বাধাল বাজার থেকে শুরু হয়ে মসনী গ্রামের মধ্য দিয়ে মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বাজার পর্যন্ত বিস্তৃত। এটি দুটি উপজেলার সংযোগ সড়ক হিসেবেও ব্যবহৃত হয়। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে চলাচল আরও কষ্টকর হয়ে পড়ে।

স্থানীয় ভ্যানচালক আলম শেখ বলেন, "রাস্তাটি ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। যাত্রীরা ভ্যানে উঠতে চায় না, ঝাঁকুনিতে অসুস্থ হয়ে পড়ে। বারবার টায়ার-টিউব বদলাতে হচ্ছে, এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি।"

একই অভিযোগ পিকআপ চালক শহিদুল শেখেরও। তিনি বলেন, "বাধাল-পিংগুড়িয়া সড়কের অবস্থা এতটাই খারাপ যে মালামাল নিয়ে চলাচল করা সম্ভব হয় না। তাই বাধ্য হয়ে ৫ কিলোমিটার ঘুরে যেতে হয়, এতে তেল খরচ ও সময় দুই-ই বেশি লাগছে।"

স্থানীয় বাসিন্দা মিরাজুল ইসলাম রাজা জানান, "রাস্তাটি ভেঙে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে মসনী উপস্বাস্থ্য কেন্দ্রের রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।"

এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়কটি সংস্কার না হলে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে এবং জনদুর্ভোগ আরও বাড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়