মিজান লিটন : চার দফা দাবী আদায়ের লক্ষে সারাদেশে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহীকতায় চাঁদপুরে বৃহস্পতিবার (২২ মে) সকালে শহরের শপথ চত্তরে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবি এম নজরুল আমিন, সহ-সভাপতি সুভাষ সাহা, মনির হোসেন গাজী, সদস্য সৈয়দ হোসেন গাজী, শাওন চৌধুরী, বিমল সেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ফরিদগঞ্জ শাখার সভাপতি সমীর চন্দ্র দে, সাধারণ সম্পাদক আলী হায়দার পাঠান টিপুসহ আরো অনেক।
দাবী সমূহগুলো হলো- ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারন করা।