শিরোনাম
◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, কাল বিক্ষোভে নামছে এনসিপি (ভিডিও) ◈ ধর্মীয় সম্প্রীতির নামে সংঘাত, স্বর্ণমন্দিরে হামলা অভিযোগ নতুন রাজনৈতিক উত্তেজনার ঝুঁকি ◈ পশ্চিমবঙ্গের আত্রাই নদীতে বাঁধ ধসে বিপাকে স্থানীয়রা, প্রভাব পড়বে বাংলাদেশে ◈ আইন নিজের হাতে নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপির সতর্কবার্তা ◈  ‘মব’ সন্ত্রাস বাড়ছে, পুলিশও মবের শিকার, অপপ্রচারে বিভ্রান্ত জনগণ ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক ◈ স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন  ◈ স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেটের প্রবেশ করলো বাংলাদেশ, ডেটা ব্যবহারে কোনও সীমা বা লিমিট নেই ◈ বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট বৈরী আবহাওয়ার কার‌ণে ফি‌রে গেলো কলকাতায় ◈ সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ২০ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ইয়াবা ও গাঁজাসহ মাদককারবারী শামীম গ্রেফতার 

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা : দাউদকান্দি উপজেলার উত্তর  সেন্দি গ্রাম থেকে ডেবিল হান্ট অপারেশনের অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযানে শামীম সরকার নামে ইয়াবা ও গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। গ্রেফতারকৃত আসামির সঙ্গে থাকা বিক্রয়ের উদ্দেশ্যে ৮ কেজি গাঁজা ৮ শ' পিস ইয়াবা ট্যাবলেট, ১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, "  বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যসহ একটি চালান সরবরাহের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শামীম সরকার।  গোপন সংবাদের ভিত্তিতে এমন সংবাদ পাওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও মডেল থানা পুলিশের সমন্বয়ে সোমবার(১৯ মে) দিবাগত রাত ৪টায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদককারবারী শামীম সরকারকে উত্তর সেন্দী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। শামীম সরকার উপজেলার উত্তর সেন্দী গ্রামের আব্দুল হক সরকারের পুত্র।  

মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) জুনায়েত চৌধুরী জানান, " শামীম সরকার এলাকার চিহ্নিত মাদককারবারী। তার বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।  এলাকার শান্তি শৃঙ্খলা স্বাভাবিক করণে ডেভিল হান্ট অপারেশন চলমান। এরই ধারাবাহিকতায় মাদককারবারী শামীম সরকারকে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে গ্রেফতার দেখিয়ে ধৃত আসামীকে বিজ্ঞ জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। "

  • সর্বশেষ
  • জনপ্রিয়