শিরোনাম
◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, কাল বিক্ষোভে নামছে এনসিপি (ভিডিও) ◈ ধর্মীয় সম্প্রীতির নামে সংঘাত, স্বর্ণমন্দিরে হামলা অভিযোগ নতুন রাজনৈতিক উত্তেজনার ঝুঁকি ◈ পশ্চিমবঙ্গের আত্রাই নদীতে বাঁধ ধসে বিপাকে স্থানীয়রা, প্রভাব পড়বে বাংলাদেশে ◈ আইন নিজের হাতে নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপির সতর্কবার্তা ◈  ‘মব’ সন্ত্রাস বাড়ছে, পুলিশও মবের শিকার, অপপ্রচারে বিভ্রান্ত জনগণ ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক ◈ স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন  ◈ স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেটের প্রবেশ করলো বাংলাদেশ, ডেটা ব্যবহারে কোনও সীমা বা লিমিট নেই ◈ বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট বৈরী আবহাওয়ার কার‌ণে ফি‌রে গেলো কলকাতায় ◈ সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার পুড়িয়ে ধ্বংস

মোঃ আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে বংশী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে একট ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ধামরাই উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০মে) বেলা ৩টার দিকে যাদবপুর ইউনিয়নের আমছিমুর সেসিব উচ্চ বিদ্যালয়ের উত্তর পশ্চিম পাশে বংশী নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে ড্রেজারটি পুড়িয়ে দেওয়া  হয়। অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলার বালিয়া ভুমি সহকারী (নায়েব) দীপঙ্কর চন্দ্র।

স্থানীয়রা জানান, বংশী নদী থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি বালু খেকো চক্র। অবৈধভাবে বালু  উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল  বালু দুস্য ইজ্জত আলী ও আব্দুল আজিজ। বালু উত্তোলনের কারণে আমাদের ফসলি জমি গুলি দিন দিন নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। আমরা জমির মালিকরা তাদের কিছু বললে উল্টো আমাদের বিভিন্ন মামলা হামলার ভয় দেখিয়ে হয়রানী করেন।


ধামরাই উপজেলার বালিয়া ভুমি সহকারী (নায়েব) দীপঙ্কর চন্দ্র বলেন,সহকারী কমিশনার ভূমি,সফফাত আরা সাঈদ এর নির্দেশে এ অভিযান পরচালনা করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ একটি ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে দেওয়া হয়েছে।সেই সাথে বিপুল পরিমাণ পাইপ ভেঙে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রসাশন।পর্যায়ক্রমে সকল অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। আমাদের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়