শিরোনাম
◈ চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার ◈ ১৫ বছরে বাজারের প্রতিযোগিতা নষ্ট করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা ◈ বেনাপোলে স্কুলের ফ্যান,ক্যামেরা, চেয়ার ভেঙে শিক্ষার্থীদের টিকটক ◈ বাংলাদেশের প্রতি বিশ্বের আস্থা বাড়ছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, কাল বিক্ষোভে নামছে এনসিপি (ভিডিও) ◈ কালো টাকা সাদা করার সব বিধান বাতিলের দাবি টিআইবির ◈ ধর্মীয় সম্প্রীতির নামে সংঘাত, স্বর্ণমন্দিরে হামলা অভিযোগ নতুন রাজনৈতিক উত্তেজনার ঝুঁকি ◈ পশ্চিমবঙ্গের আত্রাই নদীতে বাঁধ ধসে বিপাকে স্থানীয়রা, প্রভাব পড়বে বাংলাদেশে ◈ আইন নিজের হাতে নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপির সতর্কবার্তা ◈ ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা, ৩ নেতাকে ছাড়িয়ে নিলেন মাসউদ

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০৩:৩৮ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপদ পানির দাবিতে নোয়াখালীর হাতিয়ায় মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : নিরাপদ পানির অভাবে পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে। তাই দ্বীপে নিরাপদ পানির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা। মঙ্গলবার (২০ মে) সকালে হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও’র উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে এসএইচবিও’র যোগাযোগ সমন্বয়কারী মহব্বত হোসেন, সদস্য কেফায়েত উল্যাহ শুভ, মাজেদুল ইসলাম জিহাদ, স্থানীয় বাসিন্দা মো. জামসেদ, মো. আরিফুল ইসলাম, আমেনা বেগম, জাহেদুল ইসলাম হৃদয় প্রমূখ বক্তব্য রাখেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, নিঝুম দ্বীপের জনগণের জন্য নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা নিশ্চিতের দাবিতেই তারা এই মানববন্ধনে দাঁড়িয়েছেন। নিঝুম দ্বীপবাসীর অন্যতম প্রধান সমস্যা হলো- সুপেয় পানির অভাব। এই এলাকায় অল্পসংখ্যক নলকূপ রয়েছে, যেগুলো অনেক দূরে অবস্থিত। ফলে নারী-শিশু ও বৃদ্ধদের জন্য দূর থেকে পানি সংগ্রহ করা চরম দুর্ভোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে তারা অনেক সময় পুকরের দূষিত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। যার ফলে পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি দিন দিন বেড়েই চলেছে।

বক্তারা আরো বলেন, ‘নিরাপদ পানি শুধু একটি প্রয়োজন নয়, এটি আমাদের মৌলিক অধিকার। সুপেয় পানির অভাবে আমাদের শিশুরা রোগে আক্রান্ত হচ্ছে, নারীরা দুর্ভোগ পোহাচ্ছে এবং সার্বিকভাবে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।’ এসএইচবিওর নির্বাহী পরিচালক ফায়দা সুলতানা বলেন, ‘আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সুপেয় পানি প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার, অথচ এলাকার মানুষগুলো তাদের এই অধিকার থেকে বঞ্চিত, যার জন্য তাদের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 

তাই আমরা নিঝুম দ্বীপের প্রতিটি মানুষ যেন সহজে ও নিরাপদভাবে সুপেয় পানি পেতে পারে, তার জন্য আমরা কর্তৃপক্ষের নিকট সদয় সহযোগিতা’সহ দ্রুত কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন চাই।’ মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে সুপেয় পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, নলকূপের সংখ্যা বৃদ্ধি এবং পানির গুণগতমান পরীক্ষার ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়