মনিরুল ইসলাম : টিএনজেড ফ্যাক্টরির শ্রমিকদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট বিষয়ে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় নিম্নের সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে।
১।টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মহাখালীস্থ ডিওএইচএস এ মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি আগামী ৭ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করা হবে।
২।শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট সকলের মধ্যে ঐকমত্য হওয়ায় শ্রম ভবনের ঘেরাও কর্মসূচি শ্রমিক নেতৃবৃন্দ প্রত্যাহার করবেন।
৩। টিএনজেড গ্রুপের মালিক বিদেশে থাকায় ইতোমধ্যে তাকে দেশে আনার জন্যে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারীর কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
৪। টিএনজেড এর পরিচালক বা ব্যবস্থাপনার সাথে জড়িতদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।
৫। টিএনজেড এর ডাইরেক্টর ফিনান্স শ্রমিকদের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত সরকারের হেফাজতে থাকবে।