শিরোনাম
◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, কাল বিক্ষোভে নামছে এনসিপি (ভিডিও) ◈ ধর্মীয় সম্প্রীতির নামে সংঘাত, স্বর্ণমন্দিরে হামলা অভিযোগ নতুন রাজনৈতিক উত্তেজনার ঝুঁকি ◈ পশ্চিমবঙ্গের আত্রাই নদীতে বাঁধ ধসে বিপাকে স্থানীয়রা, প্রভাব পড়বে বাংলাদেশে ◈ আইন নিজের হাতে নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপির সতর্কবার্তা ◈  ‘মব’ সন্ত্রাস বাড়ছে, পুলিশও মবের শিকার, অপপ্রচারে বিভ্রান্ত জনগণ ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক ◈ স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন  ◈ স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেটের প্রবেশ করলো বাংলাদেশ, ডেটা ব্যবহারে কোনও সীমা বা লিমিট নেই ◈ বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট বৈরী আবহাওয়ার কার‌ণে ফি‌রে গেলো কলকাতায় ◈ সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ১১:৫৩ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেলান্দহে অর্থদণ্ডসহ দুই ইটভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত  

জাহিদ হাসান, মেলান্দহ প্রতিনিধি জামালপুর: জামালপুরের মেলান্দহে দুটি ইটভাটা অর্থদণ্ডসহ গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার(১৯ মে)বেলা২.০০তার দিকে ভ্রাম্যমাণ আদালতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাছপয়লা এলাকার বিসমিল্লাহ ব্রিক্সকে দুই লক্ষ টাকা জরিমানাসহ ইটভাটার চিমনি, ইটপুড়ানোর চুল্লি ভেকু(এক্সকাভার্ট) মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয়।একই দিনে বিকাল ৫টার দিকে মেলান্দহ পৌরসভার ফুলছেন্না এলাকায় অবৈধভাবে গড়ে উঠা মুন্না ব্রিক্সের চিমনি ও চুল্লি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

সোমবার(১৯মে) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঐ দুই ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেন পরিবেশ অধিদপ্তর,সদর দপ্তর ঢাকা'র মনিটরিং এন্ড ইনফরমেশন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম ছামিউল আলম কুরশী।

অভিযান চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা এড়াতে সার্বক্ষণিক সহযোগিতা করে সেনাবাহিনী, পুলিশসহ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আ: মালেক সঙ্গীয় দমকলকর্মীরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তাকারী একেএম ছামিউল আলম কুরশী বলেন, ইটভাটা আইন অমান্য করে ইট প্রস্তুত ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ আনুসাঙ্গিক কাগজপত্র না থাকায় উপজেলার বিসমিল্লাহ ব্রিক্স ও মুন্না ব্রিক্স নামের দুটি ইটাভাটা সমূলে গড়িয়ে দেয়া হয়েছে।তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিসমিল্লাহ ব্রিক্সকে দুই লক্ষ টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়েছে।পরিবেশ ও জনস্বার্থে অবৈধভাবে গড়ে উঠা সকল ইটভাটার বিরুদ্ধে এসকল অভিযান অব্যাহত থাকবে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়