রাজনগরের এক বিয়ের অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও জনমনে ক্ষোভ। অভিযোগ উঠেছে, কনের সম্মতি ছাড়াই এক তরুণীকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফাইমা মনি নামের এক তরুণী কান্নারত অবস্থায় স্পষ্ট ভাষায় বলছেন, “আমি কবুল বলব না।”
তবুও পরিবার ও আত্মীয়রা বারবার বলেন, “বল আলহামদুলিল্লাহ মামনি, কাজী সাব কতক্ষণ বসে থাকবেন!”
কনের আপত্তি থাকা সত্ত্বেও অনুষ্ঠান এগিয়ে চলে। কাজী সাহেব বিয়ের ঘোষণা পড়ে যান।
বিয়েতে কাবিন ধার্য করা হয় ১৫ লক্ষ টাকা, এর মধ্যে ১০ লক্ষ তাৎক্ষণিক, বাকি ৫ লক্ষ পরে পরিশোধযোগ্য। ভিডিওতে আরও দেখা যায়, দোয়ার সময় বলা হয়, “হে আল্লাহ, জামাই যেন মুরগির মতো মেয়ের পিছে দৌড়ায় সারাজীবন!”
বিয়ের এই ধরনে অনেকেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ের মানবাধিকার কর্মীরা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
বিস্তারিত ভিডিওতে...