শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর জবাবে বাংলাদেশে পাল্টা ছাড়ের পরিকল্পনা ◈ রেকর্ড রান করেও আমিরাতের কাছে হারল বাংলাদেশ ◈ বায়রার সংবাদ সম্মেলন ঘিরে মারামারি, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ◈ সেই ছাত্রীর সাথে আ'পত্তিকর অবস্থায় ধরা পড়ার ব্যাখ্যা দিলেন শিক্ষক (ভিডিও) ◈ জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও  ◈ ইশরাক ভাই-তাবিথ ভাইদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রনেতাদের বাসা ভাড়া দিয়েছি: নুরুল হক নুর (ভিডিও) ◈ এবার নুসরাত ফারিয়াকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য! ◈ বড় সুখবর পেলেন প্রবাসীরা ভোটার হওয়া নিয়ে  ◈ বিনিয়োগবান্ধব বাজেট আসছে, অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করার প্রস্তাব ◈ রৌমারীতে পাহাড়ি ঢলে সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে ৩০ হাজার মানুষ

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০২:০৫ রাত
আপডেট : ২০ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

শ্রমিকদের জীবনমান ও পরিবেশের উন্নতি দরকার : আইএলও কান্ট্রি ডিরেক্টর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের শ্রমিকদের জীবনমান ও শ্রম পরিবেশের আরো উন্নতি করার দরকার আছে বলে মনে করেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ঢাকা কার্যালয়ের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর টুমো পওটিয়াইনেন। তিনি বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর হয়তো কারখানায় নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে কাজ করা হয়েছে, তবে বৈদ্যুতিক সংযোগ পরিস্থিতি, ভবনের নিরাপত্তা পরিস্থিতিসহ আরো কিছু বিষয়ে উন্নতি ঘটাতে হবে। একইসঙ্গে বাংলাদেশের নির্মাণ শিল্প, শিপব্রেকিং, কৃষিসহ আরো অনেক খাতের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নতিতে কাজ করতে হবে। পাশাপাশি শ্রম-সম্পর্কিত বিষয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার প্রতিও গুরুত্ব দেন তিনি। সোমবার ঢাকার আগারগাঁওয়ে আইএলও অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

আগামী মাসে বাংলাদেশে তার ১০ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে এবং থাইল্যান্ডে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। বাংলাদেশে তার মেয়াদ শেষ হওয়া উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইএলও ঢাকা অফিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ক্যাথেরিন ম্যাগেন্ডি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে তার দশ বছরব্যাপী কর্মজীবনের কথা স্মরণ করে টুমো পওটিয়াইনেন কর্মপরিবেশ, শ্রমিকের পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর, তৈরি পোশাক খাতে কর্মপরিবেশের উন্নতির উপর উল্লেখযোগ্য মনোযোগ দেওয়া হয়েছিল, যা প্রত্যাশিত ছিল। তবে, পোশাক খাতের বাইরেও নির্মাণ এবং গৃহস্থালীর কাজের সঙ্গে সম্পৃক্ত শ্রমিকদের জীবনমান উন্নয়নে অনেক কাজ করার সুযোগ রয়েছে। 

বিদায়ী আইএলও কান্ট্রি প্রধান মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণসহ শিক্ষার আধুনিকীকরণ এবং মানব উন্নয়নে বিনিয়োগ করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিশুশ্রম বন্ধ করা, মাতৃত্বকালীন স্বাস্থ্য, দুর্ঘটনা সুরক্ষা এবং পেনশন প্রকল্পের মতো বিষয়গুলি উল্লেখ করে সামাজিক সুরক্ষার ওপর জোর দেন।

তিনি বলেন, বাংলাদেশে বাস্তবে একটি কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন। গৃহকর্মীদের জন্য আরও ভালো আইন প্রণয়নের প্রয়োজন। বাংলাদেশ এখনো এ রকম কিছু ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তাছাড়া টেকসই কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশের সকল অংশের সমান মনোযোগ প্রয়োজন বলেও মনে করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়