শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর জবাবে বাংলাদেশে পাল্টা ছাড়ের পরিকল্পনা ◈ রেকর্ড রান করেও আমিরাতের কাছে হারল বাংলাদেশ ◈ বায়রার সংবাদ সম্মেলন ঘিরে মারামারি, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ◈ সেই ছাত্রীর সাথে আ'পত্তিকর অবস্থায় ধরা পড়ার ব্যাখ্যা দিলেন শিক্ষক (ভিডিও) ◈ জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও  ◈ ইশরাক ভাই-তাবিথ ভাইদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রনেতাদের বাসা ভাড়া দিয়েছি: নুরুল হক নুর (ভিডিও) ◈ এবার নুসরাত ফারিয়াকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য! ◈ বড় সুখবর পেলেন প্রবাসীরা ভোটার হওয়া নিয়ে  ◈ বিনিয়োগবান্ধব বাজেট আসছে, অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করার প্রস্তাব ◈ রৌমারীতে পাহাড়ি ঢলে সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে ৩০ হাজার মানুষ

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজও ফের গাজীপুরের সেই কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরের নাওজোড়ের কড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট লিমিটেড (আইসিসি ইন্টারন্যাশনাল) নামের একটি কারখানার শতাধিক শ্রমিক আজও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে কেন তাদের এমনটা হচ্ছে তা নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসক।

সোমবার (১৯ মে) সকালে কারখানায় যোগ দেওয়ার পর থেকেই শ্রমিকরা অসুস্থ হতে থাকেন।

অসুস্থ শ্রমিকদের স্থানীয় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ শ্রমিকই পেটে প্রচণ্ড ব্যথা, বমি, মাথা ঘুরানো নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান হাসপাতালের চিকিৎসক।

অসুস্থ শ্রমিকরা জানান, সকালে কারখানার কাজে যোগ দেওয়ার পরপরই মাথা ঘুরায় এবং বমি বমি ভাব হয়। পরে কারখানার মেডিকেলে যাওয়ার সময় সিঁড়ি থেকে নামতেই কারখানার মধ্যে অনেকের বমি হয়। পরে তাকে কারখানার গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ড. সায়েম কবির জানান, ৮০ জনের মতো শ্রমিককে হাসপাতালের ইনডোরে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যেকটা রোগী বমি, পেট ব্যাথা, মাথা ঘুরানো নিয়ে আসছে। কিছু ক্ষেত্রে শ্বাস কষ্ট নিয়েও আসছেন। রোগীরা সবাই সুস্থ আছেন। আমরা প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাচ্ছি। চিকিৎসা বলতে আমরা যদি বলি তাহলে তারা সাইকোলজিক্যালি একটু দুর্বল আছেন, এটাই আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তারা পানি পানের কারণে বললেও গরম থেকেও এমনটা হতে পারে। আমরা ধারণা অতিরিক্ত মানসিক চাপ থেকেও এমনটা হতে পারে।

উল্লেখ্য, গত ১৭ মে একই কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়