শিরোনাম
◈ গাইবান্ধায় দুই হ্যাকারের বাড়িতে অভিযানে যা পেলো আইনশৃঙ্খলা বাহিনী (ভিডিও) ◈ সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে: তারেক রহমান ◈ রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ◈ বাজারভিত্তিক হার চালুর ৩ দিনের মাথায় ডলারের দাম বাড়ল ◈ ঢাকাসহ ১১ জেলায় রাত ২টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে ◈ বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে পোশাক আমদানি বন্ধ করলো ভারত ◈ ভারত-পাকিস্তান সংকটে ইউনূসের সতর্ক কূটনীতি ◈ নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সৈনিক নাইমুল গ্রেফতার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধে চাঙ্গা বিএনপি ও এনসিপি! ◈ কলমবিরতি বনাম কাঠামো পরিবর্তন: এনবিআর বিতর্কে উত্তপ্ত পরিস্থিতি

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৪:২৯ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ১১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলের পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ

গাজীপুর মহানগরীতে কলের পানি পান করে একটি কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর নাওজোর এলাকার ‘ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড’ করাখানায় এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ দিকে এ ঘটনার পর থেকে ওই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও কারখানা শ্রমিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও ওই কারখানায় শ্রমিকরা কাজে যান। পরে তারা কারখানায় কলের পানি পান করেন। ওই পানি পানের পর অর্ধশতাধিক শ্রমিকের পেট ব্যথা শুরু হয়৷ পরে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

এরমধ্যে শ্রমিকরা উত্তেজিত হলে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

‘ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড’ কারখানার শ্রমিক মেহেদী হাসান জানান, আমাদের কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন। সকালে কাজে এসে তাদের মধ্যে অনেকেই কলের পানি পান করেন। এরপরই তারা অসুস্থ হয়ে যান৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন কারখানা ছুটি দেয়া হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের এসপি এ কেএম জহিরুল ইসলাম বলেন, ‘প্রতিদিন শ্রমিকরা কারখানার সাপ্লাইয়ের পানি পান করেন। আজ তারা কারখানার ওই পানি পান করলে ৪০-৫০ জন পেটে ব্যথা অনুভব করে এবং অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। এ ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়