শিরোনাম
◈ চার দশক পর জাতিসংঘের মঞ্চে নেতৃত্বের দৌড়ে বাংলাদেশ ◈ ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় নিহত ছাড়ালো ২৫০ ◈ এক চাকা খুলে পড়া অবস্থায়ও প্রথম চেষ্টায় অবতরণ: উত্তেজনাপূর্ণ শেষ ৩ মিনিটে কী আলোচনা করেছেন পাইলট ও এটিসি ◈ ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: মঈন খান (ভিডিও) ◈ ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা ◈ যে ৮ জেলায় সকালের মধ্যে ঝড় হতে পারে ◈ তিন ধাপে জালনোট তৈরির ভয়ংকর ফাঁদ (ভিডিও) ◈ ‘শয়তানের নিঃশ্বাসে’ সম্মোহিত: আত্মীয় সেজে প্রবাসীর সর্বস্ব লুটে নিলো প্রতারক নারী (ভিডিও) ◈ জবি আন্দোলনে আলোচিত দিপ্তী চৌধুরী (ভিডিও) ◈ সব দলের রাজনীতি এখন আ.লীগের কাছে বিক্রি হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১২:৫০ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে পুকুরে পড়ে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রথম শ্রেনীর দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। তারা দুজন সম্পর্কে খালাতো ভাই। বৃহস্পতিবার (১৫মে) বিকেলে লক্ষ্মীপুর পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের আবদুল আজিজ ভূঁইয়া বাড়ি এলাকায় এমন ঘটনা ঘটে। নিহতরা হলেন নাদিম হাসান (৮) ও জিহাদ হোসেন (৬)। নাদিম হাসান পৌর ৩নং ওয়ার্ডের আব্দুল আজিজ ভূইয়া বাড়ির মো. মোহনের ছেলে ও জিহাদ হোসেন মধ্য কেরোয়া ইউনিয়নের পাটোয়ারী বাড়ির জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বাঞ্চানগর নানার বাড়িতে বেড়াতে আসেন রায়পুর উপজেলার জাকির হোসেনের ছেলে জিহাদ হোসেন ও বাঞ্চানগর গ্রামের মো. মোহনের ছেলে নাজিম হোসেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিলেন দুই শিশু।  খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পুকুরে ডুবে যায় তারা। এরপর আর উঠতে পারেনি, দীর্ঘক্ষন খোঁজাখুজির পর পুকুরে একে একে ভেসে উঠে জিহাদ ও নাদিম। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষনা করেন। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকা জুড়ে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে নেয়ার আগে মারা যান দুই শিশু। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ বলেন, এটি একটি মর্মান্তিক দূর্ঘটনা। যেহেতু এটি দূর্ঘটনা এবং পরিবারের কোন অভিযোগ নেই। এই কারনে ময়নাতদন্ত ছাড়া দাফন করতে কোন সমস্যা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়