শিরোনাম
◈ চার দশক পর জাতিসংঘের মঞ্চে নেতৃত্বের দৌড়ে বাংলাদেশ ◈ ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় নিহত ছাড়ালো ২৫০ ◈ এক চাকা খুলে পড়া অবস্থায়ও প্রথম চেষ্টায় অবতরণ: উত্তেজনাপূর্ণ শেষ ৩ মিনিটে কী আলোচনা করেছেন পাইলট ও এটিসি ◈ ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: মঈন খান (ভিডিও) ◈ ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা ◈ যে ৮ জেলায় সকালের মধ্যে ঝড় হতে পারে ◈ তিন ধাপে জালনোট তৈরির ভয়ংকর ফাঁদ (ভিডিও) ◈ ‘শয়তানের নিঃশ্বাসে’ সম্মোহিত: আত্মীয় সেজে প্রবাসীর সর্বস্ব লুটে নিলো প্রতারক নারী (ভিডিও) ◈ জবি আন্দোলনে আলোচিত দিপ্তী চৌধুরী (ভিডিও) ◈ সব দলের রাজনীতি এখন আ.লীগের কাছে বিক্রি হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে থ্রি হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন 

সানজিদা রুমা, নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়ক সহ জেলার বিভিন্ন সড়কে থ্রি হুইলার, সিএনজি ও ভটভটি চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন করেছে জেলার ট্রাক- বাস-মিনিবাস মালিক-শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মোড়ের ডিসি রোড়ে পরিবহন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া, ফারিয়া পরিবহনের মালিক ফারুক মিয়া সহ বিভিন্ন ইউনিটের কয়েকশ মালিক-শ্রমিক এতে অংশ নেন। এসময় ব্যস্ততম ডিসি রোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। 

মানববন্ধনে অংশ নেওয়া পরিবহন নেতারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ও জেলাস্হ বিভিন্ন সড়কে অবাধে অবৈধ থ্রি হুইলার ও সিএনজি চলাচল করছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এতে মানুষের প্রাণহানীসহ অংঙ্গহানী হচ্ছে। সড়কে প্রতিদিন বাড়ছে লাশের মিছিল। মহাসড়কে এসব থ্রি হুইলার চলাচল বন্ধে হাইকোর্টে নির্দেশনা থাকলে প্রশাসনের গাফলতির কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। প্রশাসনের নিরবতার কারণে বাড়ছে দূর্ঘটনা। এতে আমরা পরিবহন মালিক-শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। সড়ক-মহাসড়ক থেকে সড়ক দূর্ঘটনা রোধ করতে হলে দ্রুত থ্রি হুইলার চলাচল বন্ধ করতে হবে। তারা আরও বলেন, যদি ৪৮ ঘন্টার মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না করলে আমরা পরিবহন মালিক-শ্রমিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। তাই দ্রুত এসব অবৈধ থ্রি হুইলার বন্ধে আহ্বান জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়