প্রেরক: আইরিন হক, বেনাপোল (যশোর) :আগামী ১৭ মে খুলনায় অনুষ্ঠিতব্য "তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশ" সফল করার লক্ষ্যে বেনাপোল বাজারে এক প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪ মে) বিকালে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা যুবদলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, সাবেক সংসদ সদস্য (৮৫-১) মফিকুল হাসান তৃপ্তি, সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম শেখ, যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম টিপু, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু,বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ শহীদ আলী।
যুবদল নেতা সেলিম হোসেন আশা, শহিদুল ইসলাম শহিদ, ওমর ফারুক, এবং শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন।
বক্তব্যে নেতৃবৃন্দ খুলনার সমাবেশকে সফল করতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, "শার্শা উপজেলা বিএনপির সকল ইউনিট এক কাতারে হয়ে খুলনার মহাসমাবেশে যোগ দেবে। এটি হবে তারুণ্যের ঐতিহাসিক এক সমাবেশ।"
বেনাপোল পৌর যুবদলের মোঃ রায়হানুজ্জামান বলেন, "আওয়ামী ফ্যাসিস্টদের ছড়ানো গুজব ও অপপ্রচারের জবাব তরুণ সমাজ রাস্তায় নেমে দিবে। আমরা শক্ত হাতে এসব প্রতিহত করব।"
যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক বলেন, "প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের তরুণরা জেগে উঠেছে। আমাদের সবাইকে তার হাতকে আরও শক্তিশালী করতে হবে।"
যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা বলেন, "শার্শার মাটি বিএনপির ঘাঁটি—আজকের জনসভা সেটিই প্রমাণ করেছে। খুলনার সমাবেশ সফল করতে সবাইকে মাঠে থাকতে হবে।"
সভা শেষে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়, যা বেনাপোল ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।