শিরোনাম
◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ ◈ শিক্ষার্থীদের দাবিতে দ্রুত পদক্ষেপের আশ্বাস, আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগ মাহফুজ আলমের ◈ এবার চীনের সঙ্গে বিরোধে জড়াল ভারত! ◈ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের অর্থমন্ত্রীকে বিকল্প খোঁজার পরামর্শ ◈ পুলিশ হেফাজত থেকে পালালেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ (ভিডিও) ◈ পা‌কিস্তান সুপার লি‌গে লাহোর কালান্দার্সে খেল‌বেন সাকিব

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসতভিটার পতিত জমিতে পুষ্টি বাগান করে স্বাবলম্বী ভূরুংঙ্গামারীর সুরমা বেগম

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পারিবারিক পতিত জমি এবং বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিবাগান গড়ে তুলেছেন সুরমা বেগম।  মঙ্গলবার ১৩মে'২৫ বিকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় ব্লকের কৃষাণী সুরমা বেগমের বসতবাড়ীর আঙ্গিনায় পুষ্টিবাগানটি পরিদর্শন করতে যান উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার।

এই প্রকল্প সমৃদ্ধ করতে ভূরুঙ্গামারী কৃষি অফিসের পক্ষ থেকে কিষাণী সুরমা বেগমকে তিন মৌসুমের বিভিন্ন প্রকার বীজ, জৈব সারসহ বিভিন্ন রাসায়নিক সার, বাউন্ডারী বেড়া দেওয়ার জন্য নেট, সেচ দেওয়ার জন্য ঝর্না ও ছয়টি বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়, এবং ফল বাগানটিকে সফল করে তুলতে আধুনিক কৃষিভিত্তিক বিভিন্ন দিক নির্দেশনা উদ্যোগীকে দেওয়া হয়।

কৃষাণী সুরমা বেগম জানান, আমার বসতবাড়ির পাশের জমিটি দীর্ঘদিন থেকে পতিত ছিল, কোন শাকসবজি বা ফলের গাছ লাগাইনি। স্থানীয় ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব শহিদুল ইসলামের সু-পরামর্শে আমার বসতবাড়ির আঙ্গিনায়  বিভিন্ন শাকসবজি, ঢেঁড়স, বেগুন, মরিচ, লাল শাক, বাঁধাকপি, পালং শাক, মাচায় লাউ ও মিষ্টি কুমড়া আবাদ করে নিজ পরিবারের চাহিদা মিটিয়ে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও এলাকার অসহায় হতদরিদ্রদের মাঝে বিতরণ করেও বেশ কিছু টাকার সবজি  বিক্রি করে অর্থ জমিয়েছি।

এখন আমার প্রতিবেশীদের প্রতি সু-পরামর্শ হলো আমার মত সকলে যদি বাড়ির বসতবাড়ির আঙ্গিনায় এরকম পুষ্টিবাগান স্থাপন করে তাহলে বাজার থেকে আর শাকসবজি কিনে খেতে হবে না। পতিত জমির এই বাগনই পারিবারিক পুষ্টি যোগান দিবে, এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করবে এবং উদ্যোগী পরিবার অবশ্যই আমার ন্যায় আর্থিকভাবে স্বাবলম্বী হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার  বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে  ১০০ টি করে পুষ্টিবাগানের উপকরণ  বিতরণ ও স্থাপন চলমান  রয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াদুদ মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন ও স্থানীয় কৃষক-কৃষাণীগন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়