শিরোনাম
◈ জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না : আশিক চৌধুরী ◈ স্ত্রীকে বিদেশ যেতে বাধা, বিষয়টিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন পার্থ! (ভিডিও) ◈ এনবিআর বিলুপ্তি করা হলো কেন, জানাল সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ১২:৩২ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ৩ জনকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

হাবিবুর রহমান সোহেল,কক্সবাজার : মিয়ানমার সিমান্ত থেকে কয়েকদিন পর পর বাংলাদেশী ধরে নিয়ে যাওয়ার ঘটনা এখন প্রায় শুনা যায়। যার কোন স্থায়ী সমাধান করতে দেখা যায়নি কোন সরকারের পক্ষ থেকে। যার কারণে সিমান্তে আতংক বিরাজ করছে। এর মাঝেআবারও সোমবার (১২ মে) দুপুরে কক্সবাজারের টেকনাফ লেদাসংলগ্ন নাফ নদী থেকে গুলি ছুড়ে করে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
 
তারা হলেন সিদ্দিক হোসেন, রবিউল আলম ও মাহমুদ হোসেন। তারা তিনজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা।হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, যে তিনজনকে ধরে নিয়ে গেছে তারা জেলে না। জানা, গেছে, তারা নাফ নদীতে নৌকা নিয়ে নেমেছিল। তবে কেন নাফ নদীতে গেছেন নিশ্চিত হতে পারিনি।
 
তিনি জানান, আরাকান আর্মি তাদেরকে দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন তিনি।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’টেকনাফ ২ বিজিবির  ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে তারা জেলে না কি তা পরিষ্কার নয়। কারণ, ওই এলাকা দিয়ে প্রচুর মাদকের বড় বড় চালান জব্দের ঘটনা ঘটেছে।  তদন্ত করে দেখা হচ্ছে। জেলে হয়ে থাকলে তাদের ফেরত আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
  • সর্বশেষ
  • জনপ্রিয়