শিরোনাম
◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলল ভারত  ◈ জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না : আশিক চৌধুরী ◈ স্ত্রীকে বিদেশ যেতে বাধা, বিষয়টিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন পার্থ! (ভিডিও) ◈ এনবিআর বিলুপ্তি করা হলো কেন, জানাল সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা!

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ০৪:০৬ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে

মুন্সীগঞ্জে একটি যাত্রীবাহী লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটে ৯ মে রাতে, যখন ঢাকাগামী এমভি ক্যাপ্টেন নামের লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামে।

কী ঘটেছিল সেদিন?
প্রত্যক্ষদর্শীদের মতে, লঞ্চে থাকা কয়েকজন তরুণ-তরুণীর আচরণ ও বেশভূষা দেখে স্থানীয়রা সন্দেহ প্রকাশ করেন যে তারা মাদকসেবন করছেন। এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা লঞ্চে উঠে তল্লাশি চালান এবং কিছু তরুণ-তরুণীকে 'আপত্তিকর অবস্থায়' পাওয়ার দাবি করেন। এরপর উত্তেজিত জনতা লঞ্চে ভাঙচুর ও মারধর শুরু করেন।

একটি ভিডিওতে দেখা যায়, নেহাল আহমেদ ওরফে জিহাদ নামের এক যুবক দুই তরুণীকে লঞ্চের সামনের অংশে উঠিয়ে বেল্ট দিয়ে মারধর করছেন। এ সময় উপস্থিত লোকজন সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে উল্লাস করছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

আইনি পদক্ষেপ
ঘটনার পর মুক্তারপুর নৌ পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মিলন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন। মামলায় নেহাল আহমেদসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়। পুলিশ নেহাল আহমেদকে গ্রেপ্তার করে এবং আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

অভিযুক্তের বক্তব্য
নেহাল আহমেদ দাবি করেন, তিনি 'বড় ভাই' হিসেবে তরুণীদের শাসন করেছেন এবং তার এই কাজ ভুল ছিল বলে অনুতপ্ত। তিনি আরও বলেন, স্থানীয়দের উত্তেজনা থেকে তরুণীদের রক্ষা করার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন ।

সামাজিক প্রতিক্রিয়া
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকেই প্রকাশ্যে নারীদের মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

বিস্তারিত ভিডিও প্রতিবেদন
ঘটনার বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন:

  • সর্বশেষ
  • জনপ্রিয়