জিললুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুলিশ অভিযান চালিয়ে ৩২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার দত্তবাড়ীয়া গ্রামে শাহিনুর রহমানের বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৩২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার নসরতপুর ইউপির শাঁওইল বেগুনবাড়ী এলাকার বজলুর রহমান বুলুর ছেলে ছামিউর রহমান শামীম (২৮), একই এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে সাগর আকন্দ (২৭) ও দত্তবাড়ীয়া গ্রামের মৃত আবুল সরদরের ছেলে শাহিনুর রহমান (৩৩)। সোমবার সকালে মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।