শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৪:২৫ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে সুপারি গাছ ভেঙ্গে পড়ে চোরের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রামে সুপারি চুরি করতে গিয়ে সুপারি গাছ ভেঙ্গে পড়ে আবেদ আলী (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) রাতের কোনো একসময় উপজেলার জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধবলগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আবেদ আলী ওই এলাকার মৃত ছমর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধবলগুড়ি গ্রামের জনতার বাজার এলাকার পাশে এরশাদ হোসেন সেবুর সুপারিবাগান রয়েছে। রোববার (১১ মে) সকাল ১০টার দিকে ওই বাগানে মৃত অবস্থায় আবেদ আলীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক শ্রমিক। পরে স্থানীয়রা পুলিশ খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়

নাম প্রকাশে অনিচ্ছুক জনতার বাজারের একাধিক বাসিন্দা বলেন, ওই ব্যক্তি (আবেদ আলী) দীর্ঘদিন ধরে এলাকায় ছোটখাটো গরু ছাগল হাঁস মুরগি চুরি করত। কোন কাজ কাম করতেন না তিনি, চুরি করাই ছিল তার পেশা। অনেকবার তাকে ধরে বিভিন্ন এলাকায় বিচার-সালিশ করে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি সুপারি গাছে উঠে সুপারি চুরি করার সময় সুপারির গাছ ভেঙ্গে পড়ে মারা গেছেন।

আবেদ আলীর স্ত্রী মমেনা বেগম বলেন, ‘আমার স্বামী দিনমজুরি করে সংসার চালায়। রাতে ২টার সময় ঘর থেকে বের হয়ে যায় আমি কিছুই বলতে পারি না  পরে সকালে শুনি সুপারির গাছ থেকে পড়ে নাকি তিনি মারা গেছেন। কীভাবে কী হয়েছে আমি সেটা বলতে পারি না।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি সুপারি গাছের অনেক উপরে উঠে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙ্গে পড়ে মারা গেছে। গাছটি পুরাতন আর মাঝখানে নষ্ট হওয়ার মতো ছিল। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়