শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ০১ মে, ২০২৫, ০২:১৪ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেকুয়ায় একদিনে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের পেকুয়ায় একদিনে পাগলা কুকুরের কামড়ে যুবক, বয়োবৃদ্ধ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক আতংক ছড়িয়ে পড়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আন্নার আলী মাতব্বর পাড়া, সিকদার পাড়া ও আহমদ ডিলার চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন- আব্দুল আজিজ (১১), জাইমা (২), আবরার (৭), সাইদুর রহমান (৮), আলিফা (২), নুরুল আজিম (২৬), আফিফা (৫), কামাল হোছাইন (৬৫), জারিয়া (৯), আরিয়ান (৬), সুমন (১৭), পারভীন (৩৮), রিয়া মনি (১১), শাহিন আলম (১২) ও দিলোয়ারা বেগম (৭০)।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে ২টি কুকুর কামড়ে পেকুয়া সদর ইউনিয়নের সিকদার পাড়া, মাতবর পাড়া ও সাবেকগুলদী এলাকার অনন্ত ২০ থেকে ২৫ জন ব্যক্তিকে আহত করে। এর মধ্যে ১৫ জনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, কুকুরের কামড়ে পৃথক পৃথক করে বিভিন্ন এলাকা থেকে আহত রোগী আসে।

তিনি আরও জানান, ১৫ জন আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে ৪ জনকে এবং পর্যায়ক্রমে আরও ১০ জন মোট ১৪ জনকে চট্টগ্রাম সংক্রামকব্যাধী হাসপাতালে প্রেরণ করা হয়।

সুত্র : বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়