শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ১২:৫১ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধভাবে বালু উত্তলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা, ১৪ ড্রেজার ধ্বংস

তপু সরকারহারুন : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে অভিযানকালে ১৪টি ড্রেজার মেশিন ধ্বংস ও ১৮টি বাঁশের মাচাসহ বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জামও জব্দ ও অপসারণ করা হয়।

২২ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মরিচপুরাণ ইউনিয়নের রাবারড্যাম, রাজাখালপাড়, ফকিরপাড়া স্থানে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

জানা যায়, বাংলা ১৪৩১ সনে ভোগাই ও চেল্লাখালী নদীর ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর চলতি ১৪৩২ সনে নতুন কোনো ইজারা দেওয়া হয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি ও প্রচারণা চালানো হলেও কিছু অসাধু বালু ব্যবসায়ী অবৈধভাবে উত্তোলন চালিয়ে যাচ্ছিল। পরে মঙ্গলবার অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ইউএনও ও এসিল্যান্ড অফিসের স্টাফবৃন্দ, পুলিশ, ব্যাটালিয়ন আনসার, ছাত্র, স্বেচ্ছাসেবকগণ অংশ নেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি সনে কোনো ইজারা না থাকায় ভোগাই ও চেল্লাখালী নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। তাই বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন ২০২৩ অনুযায়ী এই অভিযান চালানো হয়। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়