শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১২:৪৩ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ, দেড় লাখ টাকা জরিমানা

এস.এম আকাশ, ফরিদপুর : ফরিদপুরে পৃথক অভিযানে লাজ ফার্মাসহ ৫ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ফরিদপুর নিউ মার্কেটের ফলপট্টি গেটের সামনে রাস্তার উভয় পাশের ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করে পথচারীদের চলাচলের পথ স্বাভাবিক করা হয়।

সোমবার (২১এপ্রিল) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এই পৃথক অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বী, দেব কুমার পাল, মোছাঃ জান্নাতুল সুলতানা, ইনসানা তানজীন ইকো ও মোঃ সাজেদ-উল-মাহমুদ। 

জানা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকোর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৫১, ৫২, ও ৫৩ ধারায় নিলটুলীতে অবস্থিত লার্জ ফার্মাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অপর অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বীর নেতৃত্বে দোকানের সামনে মালামাল রেখে পথচারীদের চলাচলের বিঘ্ন সৃষ্টি করায় তিন ব্যবসায়ীকে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১.১৮৬ ধারায় চার হাজার আটশত টাকা জরিমানা করা হয়। 

অপর একটি অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদ-উল-মাহমুদ এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় নিলটুলীতে অবস্থিত বাবুর্চি হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করেন। এসময় ফরিদপুর পৌরসভার সকল ধরনের অটোর বৈধ লাইসেন্স সনদ গ্রহণ করে যার যার লাইসেন্স অনুযায় নির্দিষ্ট এরিয়ায় চলাচল করার জন্য সচেতন করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়