শিরোনাম
◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:৩২ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ট্রাক মেরামতের সময় উল্টে প্রাণ গেলো হেলপারের 

ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে টায়ার পাংচার হয়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা সার বোঝাই ট্রাক মেরামত করার সময় উল্টে আশরাফুল ইসলাম (৫৯) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের নিচ থেকে আলী হোসেন নামে আহত একজনকে  উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। তিনি ট্রাকের হেলপার বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ট্রাকটি সার বোঝাই করে যশোরের দিক থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকের চাকা খুলে আরেকটা লাগানোর জন্য মেরামতের কাজ শুরু করেন। হঠাৎ ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার নিচে চাপা পড়েন। পরে  স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ট্রাকের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করে ও উল্টে যাওয়ার প্রায় ২০ মিনিট পর একজনের মরদেহ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ইমরান হোসেন জানান, আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঝিনাইদহ রেফার্ড করা হয়েছে। এছাড়া কিছুক্ষণ পর একজনের মরদেহ আনা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, একটি বিকল হয়ে যাওয়া ট্রাক উল্টে একজন নিহত হয়েছে। আর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়